টুকরো খবর
ভোটের আগে ভাতা ধোপা, নাপিত, তাঁতিদের জন্য
ভোটের আগে ধোপা, নাপিত, মোটরশ্রমিক এবং তাঁত শিল্পীদের সরকারি ভাতার ব্যবস্থা করছে রাজ্যের বামফ্রন্ট সরকার। এ সব পেশায় যাঁরা এক নাগাড়ে ১০ বছর কাজ করছেন বা করেছেন এবং যাঁদের বয়স ৫৫ বছর হয়েছে তাঁদের প্রত্যেকেই এই ভাতা পাবেন। আজ রাজ্য মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার জানান, এ সব পেশার ব্যক্তিদের অবশ্যই বিপিএলভুক্ত হতে হবে। তাঁরা মাসিক ভাতা পাবেন ৪০০ টাকা। ১ নভেম্বর থেকে সরকারি এই সিদ্ধান্ত কার্যকর হবে। মুখ্যমন্ত্রী জানান, শ্রমজীবী ব্যক্তিদের ১০ বছরের কাজের অভিজ্ঞতার শংসাপত্র সংগ্রহ করতে হবে নগর পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত বা স্থানীয় পুরসভা থেকে। রাজ্য সরকার এ ধরনের শ্রমজীবী মানুষের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করবে। উপরোক্ত চারটে পেশার ঠিক কত জন শ্রমজীবীকে রাজ্য সরকার ভাতা প্রদান করবে, আবেদনপত্র জমা পড়ার পরে রাজ্য সরকার তা জানতে পারবে। এ ছাড়াও স্পেশাল পুলিশ অফিসার, হোমগার্ডদেরও মাসিক ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মানিকবাবু বলেন, আজকের চারটি ভাতা নিয়ে রাজ্যে মোট ২০ রকমের ভাতা প্রদান করা হচ্ছে। তার মধ্যে তিনটে চলে কেন্দ্রীয় সরকারের সাহায্যে। বাকিগুলি রাজ্যের দায়িত্ব। বিপিএলভুক্ত পরিবারের কন্যা সন্তানকেও সরকারি ভাতা দেওয়ার ব্যবস্থা ত্রিপুরায় রয়েছে। এ ক্ষেত্রে একই পরিবারের দু’টি কন্যা সন্তান এই ভাতা পেতে পারে বলে মুখ্যমন্ত্রী জানান।

বাবার হাতে খুন শিশুকন্যা
দু’মাসের কন্যা সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে ছিন্নভিন্ন করে দিল এক মত্ত বাবা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরায় সাব্রুমের মনু অঞ্চলে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে গোবিন্দ ত্রিপুরার পরিবারে অশান্তি ছিলই। প্রায়ই সে মত্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীর উপর শারীরিক অত্যাচারও চালাত। ঘটনার সময়েও সে মত্ত অবস্থায় ছিল বলে পুলিশের অনুমান। হঠাৎ উত্তেজিত হয়ে গোবিন্দ ত্রিপুরা (২৬) শিশুকন্যা নমিতার উপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। স্ত্রী শেফালির চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

উদ্ধার বিস্ফোরক
যৌথ অভিযান চালিয়ে মাওবাদী ডেরা থেকে ক্যান বোমা, ডিটোনেটর এবং বিস্ফোরক উদ্ধার করল রোহতাসের পুলিশ। মাওবাদী প্রভাবিত এই জেলায় প্রায়ই যৌথ অভিযান চালানো হয়। দু’দিন ধরে অভিযান চালিয়ে কাউকে গ্রেফতার করতে না পারলেও পুলিশ এ দিন বিস্ফোরক উদ্ধার করে। এই খবর জানিয়ে পুলিশ সুপার মনু মহারাজ বলেন, “নওহাট্টা থানার হারমেথ জঙ্গলে হানা দিয়ে ২টি শক্তিশালী ক্যান বোমা যার প্রতিটি ওজন তিন কিলোগ্রাম, ১৫টি ডিটোনেটর এবং ১৫ হেলমেট পাওয়া গিয়েছে। এছাড়া প্রায় ১০ কিলোগ্রামের মতো বিস্ফোরক পাওয়া গিয়েছে।”

উদ্ধার অস্ত্র, ধৃত ৪
জঙ্গি সংগঠন পিএলএফআই-এর বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে রাঁচিতেও। কাল সন্ধ্যা থেকে রাঁচি-লাগোয়া নামকুমের জঙ্গল ও তার সংলগ্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলে। রাত পর্যন্ত পিএলএফআইয়ের চার জঙ্গি এবং তাদের তিন সহযোগী ধরা পড়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি রাইফেল, তিনটি পিস্তল।

ইয়েদুরাপ্পাকে চার্জশিট
ফের বিপাকে ইয়েদুরাপ্পা। বেআইনি খনি মামলায় আজ বিজেপি নেতা তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা এবং তাঁর পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই। ইয়েদুরাপ্পা ছাড়াও তাঁর পরিবারের যে তিন জনের বিরুদ্ধে সিবিআই চার্জশিট পেশ করেছে তাঁরা হলেন, ইয়েদুরাপ্পার দুই পুত্র বি ওয়াই বিজয়েন্দ্র ও বি ওয়াই রাঘবেন্দ্র এবং তাঁর জামাতা আর এন সোহনকুমার।

বিমানবন্দর উন্নয়ন ফি উঠল
দিল্লি ও মুম্বই বিমানবন্দর উন্নয়ন সংক্রান্ত ফি (এডিএফ) আর দিতে হবে না ১ জানুয়ারি থেকে। এখন দিল্লির জন্য এই ফি ঘরোয়া উড়ানে ২০০, বিদেশের জন্য ১৩০০। মুম্বইয়ে তা যথাক্রমে ১০০ ও ৬০০। ফলে এই দুই বিমানবন্দর থেকে ভাড়াও কমবে।

দুর্ঘটনায় মৃত ১৭
যাত্রিবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১৭ জনের। গুরুতর আহত আরও ২৩। সোমবার সকালে ছাতারপুর থেকে হরপালপুর যাওয়ার পথে বাসটির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়।

সীমান্তে গুলি
জম্মু ও কাশ্মীরের উরি এলাকায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তানি সেনা। তাদের ছোড়া গুলিতে মৃত্যু হল দুই শিশু-সহ মোট তিন জনের।

ফের চার্জশিট
মুম্বই হামলায় জড়িত জাবিউদ্দিন আনসারি ওরফে আবু জুন্দলের বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট দায়ের করল মুম্বই পুলিশ। পুলিশের দাবি, ওই হামলার মূল চক্রীই ছিল আবু জুন্দল।

সঞ্জীবকে নথি
আইপিএস অফিসার সঞ্জীব ভট্টকে গোধরা-পরবর্তী দাঙ্গার সময়ের পুলিশি নথি দিতে নির্দেশ দিল গুজরাত হাইকোর্ট। রাজ্যের সঙ্গে আইনি লড়াই চলছে ভট্টের।

ফের বিক্ষোভ
প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সফরের আগে হায়দরাবাদে ফের তেলেঙ্গানার দাবিতে বিক্ষোভ শুরু হল। বুধবার একটি সমাবেশে যোগ দিতে আসার কথা মনমোহনের।

ধর্ষণের তদন্ত
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইনের ছাত্রীকে ধর্ষণের ঘটনার কিনারা করতে সোমবার প্রায় ৮০ জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করল বেঙ্গালুরু পুলিশ। যদিও পুলিশের হাতে এখনও এসে পৌঁছায়নি ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট।

রেলে বোনাস
গত বারের মতোই উৎপাদন ভিত্তিক বোনাস হিসেবে ৭৮ দিনের বেতন দেওয়ার ইঙ্গিত দিল রেল। দশেরার আগেই ওই বোনাস দেওয়ার কথা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.