ধর্ষণে জামিন নিয়ে দ্বিমত দুই বিচারপতি |
পার্ক স্ট্রিটে ধর্ষণ মামলায় অন্যতম অভিযুক্ত নাসের খানের জামিনের আবেদনের রায় নিয়ে ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি একমত হতে পারেননি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ওই দুই সদস্য, বিচারপতি কনোয়ালজিৎ সিংহ অহলুওয়ালিয়া ও বিচারপতি তৈফুকউদ্দিনের এক জন জামিনের পক্ষে এবং অন্য জন জামিনের বিরুদ্ধে মত দেন। এই পরিস্থিতিতে তৃতীয় বিচারপতি এই জামিনের আবেদনের রায় দেবেন। গত ৫ ফেব্রুয়ারি পার্ক স্ট্রিটে পাঁচ যুবক গাড়ির মধ্যে এক মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এ দিন রাজ্য সরকারের পক্ষ থেকে নাসেরের জামিনের বিরোধিতা করে বলা হয়, দুই অভিযুক্তকে এখনও গ্রেফতার করা যায়নি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অবস্থায় নাসেরকে জামিন দিলে তদন্তের কাজ বিঘ্নিত হবে। নাসেরের আইনজীবী জানান, দীর্ঘদিন ধরে ওই যুবক জেল-হাজতে রয়েছেন। তদন্তে তেমন কোনও অগ্রগতি হয়নি। সিসিটিভি-র ফুটেজ থেকেও পুলিশ কিছু পায়নি। এই অবস্থায় নাসেরের জামিনের আবেদন জানান তিনি। বছর ছাব্বিশের নাসেরকে গত ১৮ ফেব্রুয়ারি গ্রেফতার করেন গোয়েন্দারা। তাঁর ভাই কাদের এখনও পলাতক। জনি নামে অন্য এক অভিযুক্তকেও ধরতে পারেনি পুলিশ।
|
চাকরি দেওয়ার নামে ‘প্রতারণা’ |
কেন্দ্রীয় সরকারি দফতরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন রাজ্য সরকারি এক কর্মী। বাবলু দাস নামে ওই ব্যক্তির সঙ্গে ঋষিকেশ ঘোষ নামে আরও এক জন গ্রেফতার হয়েছে। এই নিয়ে প্রতারক চক্রে এখনও পর্যন্ত চার জন ধরা পড়ল। সোমবারই এই ঘটনায় সুমিত নস্কর ও রবীন্দ্রনাথ দাসকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশের দাবি, বাবলু নিজেকে সমাজকল্যাণ দফতরের অফিসার বলে পরিচয় দিতেন। ব্যবহার করতেন লালবাতি লাগানো গাড়ি। গাড়িটির খোঁজ করছে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, রেল, এফসিআই-সহ বিভিন্ন দফতরে বেকার যুবকদের চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা নিয়েছিল অভিযুক্তেরা। পুলিশের দাবি, এই চক্রে আরও কয়েক জন সরকারি কর্মী জড়িত। ধৃত বাবলুকে জেরা করে তাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে বলে তদন্তকারীদের অনুমান।
|
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিকম পার্ট ওয়ান (১+১+১ পদ্ধতিতে অনার্স ও মেজর) পরীক্ষার ফল কাল, বৃহস্পতিবার প্রকাশিত হবে। ওই দিন বেলা ১টা থেকে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে মার্কশিট ও গেজেট দেওয়া হবে কলেজের প্রতিনিধিদের। ফল জানা যাবে এই সব ওয়েবসাইটেও: www.wbresults.nic.in, www.exametc.com, www.cuexam.net। এ ছাড়া CUUG-র পরে স্পেস দিয়ে ১ এবং রোল নম্বর লিখে ৫৬৯৬৯ নম্বরে এসএমএস করলেও ফল জানা যাবে।
|
চাঁদার জুলুমের অভিযোগে হরিতকী বাগান লেনের একটি পুজো কমিটির এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সাম্বো মণ্ডল। পুলিশ জানায়, সোমবার রাতে এক ব্যবসায়ীর থেকে কয়েক হাজার টাকা চাঁদা দাবি করেন সাম্বোরা। রাজি না হওয়ায় বচসা বাধে। বসন্ত গুপ্ত নামে ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে সাম্বো গ্রেফতার হন।
|
মার্চ মাস থেকে বন্ধ থাকার পরে খুলছে বিড়লাপুর জুটমিল। আজ ওই মিলটি খোলা নিয়ে সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছিলেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। আজ মিল খোলা নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে বসেন কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক সংগঠন ও সরকারের প্রতিনিধিরা। মিলটিতে সাড়ে ছ’হাজার শ্রমিক কাজ করেন।
|
ফাঁকা স্কুলবাসের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। মঙ্গলবার, গণেশ টকিজের কাছে। মৃতার নাম গীতাদেবী পুগালিয়া (৭২)। |