আচমকাই সিটি গ্রুপের সিইও-র পদ ছাড়লেন বিক্রম পণ্ডিত। তাঁর দাবি, উত্তরসূরির হাতে রাশ দিয়ে যাওয়ার এটাই সময়। মঙ্গলবার পণ্ডিতের সঙ্গেই ইস্তফা দেন প্রেসিডেন্ট ও সিওও জন হাভেন্স। নয়া সিইও মাইকেল কর্বাট। ২০০৭-এ দায়িত্ব নিয়ে মন্দার সময়ে ২০০৯ ও ’১০-এ বছরে ১ ডলার বেতন নেন পণ্ডিত। দাবি ছিল, সংস্থা মুনাফায় না-ফেরা পর্যন্ত তাই নেবেন। এ দিকে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে সংস্থার নিট মুনাফা কমলেও, প্রত্যাশার তুলনায় তা বেশি।
|
হুগলির ধনেখালিতে কয়েক বছরে ৩৫০ কোটি টাকার বেশি লগ্নি করবে পৈলান গোষ্ঠী। মঙ্গলবার সেখানে ৫৫ কোটি লগ্নির ‘কোল্ড-চেন’ উদ্বোধন ও দুটি প্রকল্পের শিলান্যাস করেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এখানে গোষ্ঠীর আলু ‘ফ্লেকস’ কারখানা আছে। এর সঙ্গে প্রক্রিয়াজাত খাবারের উপকরণ তৈরির কারখানা গড়তে ১৮০ কোটি লগ্নি করবে তারা। স্যালাইন ও তার ‘নন-পিভিসি’ বোতল তৈরিতে লগ্নি হবে ৫৫ কোটি। প্রায় ১৫০ একর জমিও তাদের রয়েছে। দু’টি প্রকল্পেরই শিলান্যাস করেন মন্ত্রী। গোষ্ঠীর চেয়ারম্যান অপূর্ব সাহার দাবি, শীঘ্রই প্রথম পর্যায়ের কাজ শুরু হবে।
|
হোম ও কার লোন মেলা শুরু করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মঙ্গলবার বিকালে সেবক রোডের জোনাল অফিসে সাংবাদিক বৈঠক করে ওই কথা জানান ব্যাঙ্কের জোনরেল ম্যানেজার অনুরাধা রাও। তিনি জানান, আগামী ১৭ অক্টোবর থেকে তিনদিন ধরে ওই মেলা সেবক রোডের একটি নার্সিংহোমের বিপরীতে একটি শপিংমলে চলবে। ওইদিন শিলিগুড়ির দুই অলিম্পিয়ান সৌম্যজিৎ, অঙ্কিতা ও মান্তু ঘোষকে সংবর্ধনা দেবেন ব্যাঙ্ক কতৃপক্ষ। ওই তিনজন মেলার উদ্বোধন করবেন।
|
বারাসতে বৃহৎ বিপণি খুলল ওড়িশা স্টেট হ্যান্ডলুম। অঙ্গনা মার্কেট চত্বরে এই ‘বয়নিকা’ বিপণিতে মিলবে ওড়িশার তাঁতবস্ত্রের সম্ভার। |