প্রস্তাবিত প্রত্যর্পণ চুক্তি নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় সন্তোষ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজকুমার সিংহ। বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব মুস্তাক আহমেদের সঙ্গে বৈঠকের পরে আজ তিনি বলেন, “প্রত্যর্পণ চুক্তি সংক্রান্ত অগ্রগতি এবং আলোচনায় আমরা খুশি।” বৈঠকে ওই চুক্তির পাশাপাশি আলফা নেতা অনুপ চেটিয়ার প্রত্যর্পণ এবং সীমান্ত সংক্রান্ত বিষয়েও কথা হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, ভারতের কাছ থেকে পাওয়া প্রত্যর্পণ চুক্তির খসড়াটি নিয়ে ঢাকার বিভিন্ন মন্ত্রকে পর্যালোচনা চলছে। দুই স্বরাষ্ট্রসচিবেরই বক্তব্য, প্রত্যর্পণ চুক্তি এখনও না থাকলেও সার্ক-এর সনদ এবং রাষ্ট্রপুঞ্জে গৃহীত প্রস্তাব অনুযায়ী দু’দেশের আসামিদের আদান-প্রদান সম্ভব। চেটিয়ার প্রত্যর্পণের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটির নিষ্পত্তির ব্যাপারে ঢাকা পদক্ষেপ করতে পারে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব। রাজকুমার সিংহ বলেছেন, “সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে আমাদের জোট খুব শক্তিশালী।” ভিসা আইন শিথিল করা নিয়ে অদূর ভবিষ্যতে আরও একটি বৈঠক ডাকারও সিদ্ধান্ত হয়েছে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত যে সব বাংলাদেশি নাগরিককে নিয়মিত ভারতে যেতে হয়, তাঁদের দীর্ঘমেয়াদি ভিসা দেওয়ার ব্যাপারে ভারত প্রাথমিক ভাবে রাজি বলে খবর।
|
গত সপ্তাহেই সিরিয়ার মারেত আল-নুমান এলাকা দখল করেছিল বিরোধীরা। আজ সেই এলাকা বিরোধীদের দখলমুক্ত করতে হানা দিল যুদ্ধবিমান। সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক গোষ্ঠীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত দু’দিনে এই হানায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫১ জন। দামাস্কাস এবং আলেপ্পো শহরের মধ্যবর্তী হাইওয়ের গায়ে অবস্থিত মারেত আল-নুমান। তাই এই গুরুত্বপূর্ণ অবস্থানটি নিজেদের দখলে আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বাশার আল আসাদ প্রশাসন। ওই পর্যবেক্ষক গোষ্ঠীর প্রধান রামি আবদেল রহমান জানালেন, সিরিয়ার ইতিহাসে এমন ভয়ঙ্কর বিমান-হানার নজির নেই।
|
অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের কাছ থেকে খুনের হুমকি পেলেন বাংলাদেশের এক বিচারক। সরকারি সূত্রে খবর, চট্টগ্রামের মেট্রোপলিটন দায়রা আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক এস এম মুজিবর রহমানকে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, যদি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও অস্ত্রপাচার মামলার অন্যতম অভিযুক্ত লুৎফুজ্জামান বাবরকে শাস্তি দেন মুজিবর, তা হলে তাঁকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। পুলিশের ধারণা, অসমের আলফা জঙ্গিদের অস্ত্রপাচার করতেন বাবর।
|
উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা না করাতেই লিবিয়ায় খুন হন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস স্টিভেনস। অন্তত এমনটাই মনে করেন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন। তাঁর মতে, যেহেতু নিরাপত্তার দায়িত্ব তাঁর দফতরের হাতেই রয়েছে, সে ক্ষেত্রে এই ধরনের ঘটনার দায় তাঁরই উপর বর্তায় বলে মনে করেন হিলারি।
|
বাতাসে বিষ-ধোঁয়া ছড়ানোয় উত্তর জার্মানির ছোট্ট শহর ব্যাড ফলিংবস্টেল থেকে প্রায় ১৪০০ বাসিন্দাকে সরিয়ে দেওয়া হল। সরকারি সূত্রে জানা গিয়েছে, পাশের একটি কারখানা থেকে সোমবার দুপুরেই বিষ-ধোঁয়া ছড়িয়ে পড়তে শুরু করে। প্রায় সঙ্গে সঙ্গেই এলাকাবাসীদের সরিয়ে নেওয়া হয়। মঙ্গলবারও তাঁদের আলাদা রাখা হয়েছে। বন্ধ রয়েছে স্থানীয় স্কুলও।
|
রাস্তায় দাঁড়িয়ে পুরুষের সঙ্গে কথা বলেছিল মেয়েটি। তাই তাঁকে জনসমক্ষে ৬০ ঘা বেত মারা হল। পশ্চিম আফ্রিকার দেশ মালির ছোট্ট শহর টিম্বকটুর ঘটনা। পুলিশ জানিয়েছে, আগেও অনেকবার সে এমন কাণ্ড ঘটিয়েছিল। তাকে আগে থাকতেই সতর্কও করেছিল পুলিশ। কিন্তু কথা না শোনায় এই শাস্তি দেওয়া হয়েছে তাকে।
|
ছাত্র-পুলিশ সংঘর্ষে উত্তাল হয়ে উঠল মেক্সিকোর শহর মোরেলিয়া। নয়া পাঠ্যক্রমের বিরুদ্ধে মঙ্গলবার মোরেলিয়ায় প্রতিবাদ জানান ছাত্রেরা। তাঁদের দাবি, মেক্সিকোর দরিদ্র গ্রামাঞ্চলের ছাত্রদের জন্য এমন পাঠ্যক্রম অনুপযুক্ত। এ নিয়ে প্রতিবাদ জানাতে গেলে সংঘর্ষে আহত হন ১০ জন পুলিশ অফিসার। ইতিমধ্যেই ১৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। |