• পর্যটকের সুবিধায় পুজোর গাইড ম্যাপে নানা থানার ফোন নম্বর দিচ্ছে জলপাইগুড়ি জেলা পুলিশ। মেটেলি ০৩৫৬২-২৪২২০১, মালবাজার ০৩৫৬২-২৫৫০০২ ও নাগরাকাটা থানার নম্বর ০৩৫৬৫-২৭২০০২ থাকবে। পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, সার্কেল ইন্সপেক্টর ও ওই তিন থানার ওসির মোবাইল নম্বর ছাড়া মেটেলি এবং নাগরাকাটা হাসপাতালে নম্বর গাইড ম্যাপে থাকবে। হেল্পলাইন নম্বরও ০৩৫৬১-২৩০৭২৫ দেওয়া হয়েছে।
• মহালয়ার দিন জেলা পুলিশ রথবাড়ি মোড়ে চালু করল ক্লোজড সার্কিট টিভি। পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “ওই টিভি সারা বছর থাকবে। প্রতিদিন মনিটরিং করা হবে। জাতীয় সড়কে অপরাধীদের গতিবিধির উপর নজরদারি করা হবে। পাশাপাশি কেউ ট্রাফিক আইন ভঙ্গ করছে কিনা তা দেখা হবে।”
• মহালয়ায় চন্ডীপাঠ, প্রভাতফেরি অনুষ্ঠিত হল ধুবুরিতে। জেলার টাউন ক্লাবের উদ্যোগে ওই অনুষ্ঠান হয়। ভোর ৫টা নাগাদ চন্ডীপাঠ করে শোনান স্থানীয় পুরোহিত অরবিন্দ চক্রবর্তী। আগমনীর সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। খোলা ট্রাকে শহর পরিক্রমা করেন সদস্যরা।
• সোমবার মালদহ ক্লাবের পুজো পরিক্রমার ম্যাপ প্রকাশিত হল। জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল ওই ম্যাপ প্রকাশ করলেন। পুজোর ভিড়ে যাতে শিশুরা হারিয়ে না যায় সে জন্য শিশুদের পরিচয়পত্র বিলি করছে মালদহ ক্লাব। তাতে নাম ঠিকানা ও ফোন নম্বর লেখা থাকবে।
• নেপালের ঐতিহ্যবাহী কাছরিয়া শিবমন্দির দেখা যাবে চাঁচলের মৈত্রী সংসদের মন্ডপে। শিবমন্দির তৈরি হয়েছে মাদুর আর শীতলপাটি দিয়ে। পঞ্চমীতে পুজোর সূচনা করবেন ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বামীজি।
• মন্ডপ বেলুড় মঠের আদলে। মালদহের সামসি কান্ডারন কলোনী রেলওয়ে সর্বজনীন দুর্গোৎসবের ওই পুজো ৬৬ বছরে পড়ল। পুজোর কটা দিন আদিবাসী নাচ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। |
বালুরঘাটে অমিত মোহান্তের ছবি। |
• তিরুপতি মন্দিরের আদলে তৈরি মন্ডপ। চাঁচলের বিবেকানন্দ স্মৃতি সংসদের পুজো মন্ডপের সামনে থাকবে ৪টি বড় মাপের ফোয়ারা। পুজোর ক’দিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
• পুজোর মুখে উত্তর দিনাজপুর জেলায় নিষিদ্ধ শব্দবাজির কারবার রুখতে অভিযানে নামল পুলিশ। সোমবার থেকে জেলার নয়টি থানার বিভিন্ন এলাকার বাজারে অভিযানে নেমেছেন পুলিশ কর্তারা।
• পুজোর দিনগুলিতে শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে এবং দর্শনার্থীদের সুবিধার্থে পুজোর ‘গাইড ম্যাপ’ প্রকাশ করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। সোমবার শিলিগুড়ির বর্ধমান রোডে একটি ভবনে আনুষ্ঠানিক ভাবে তা প্রকাশ করা হয়। পুজোর সময় শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচলে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এ দিন গাইড ম্যাপ প্রকাশের অনুষ্ঠানে শিলিগুড়ির মেয়র গঙ্গোত্রী দত্ত, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার, এসজেডিএ’র চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য, শিলিগুড়ির পুলিশ কমিশনার আনন্দ কুমার-সহ অনেকেই উপস্থিত ছিলেন। |
জলপাইগুড়িতে তর্পণ। নিজস্ব চিত্র। |
• শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ওয়েব সাইটও প্রকাশ করা হয়। www.siliguripolice.org নামে ওই সাইটের উদ্বোধন করেন পুলিশ কমিশনার আনন্দ কুমার। সাইটে পুজোর গাউইড ম্যাপও থাকছে। ওয়েব সাইটের মাধ্যমে অভিযোগ জানানো বা পুলিশকে কোনও বিষয়ে পরামর্শ দেওয়ার ব্যবস্থাও থাকছে।
• পুজোর দিনগুলিতে বাসিন্দাদের সাহায্য করতে শহরে ৪২ টি পুলিশ বুথ গড়বে শিলিগুড়ি পুলি কমিশনারেট। বড় মণ্ডপগুলিতেও পুলিশ কর্মীরা থাকবেন। সরকারি নির্দেশে বলা হয়েছে, ২৪ অক্টোবর দশমী। তা ছাড়া ২৫ এবং ২৮ অক্টোবর প্রতিমা বিসর্জন দিতে পারবেন পুজোর উদ্যোক্তারা। বখরি ঈদের জন্য ২৬-২৭ অক্টোবর কোনও বিসর্জন করা যাবে না। সমস্ত প্রতিমা বিসর্জন ২৮ অক্টোবরের মধ্যে সেরে ফেলতে হবে।
• পুজো মণ্ডপগুলিতে রাত ১০ টার পর থেকে ভোর ৬ টা পর্যন্ত কোনও মাইক বা সাউন্ড বক্স বাজানো নিষিদ্ধ হয়েছে। অন্য সময়ে নির্দিষ্ট সীমা (৬৫ ডেসিবল)-এর মধ্যেই বাজাতে হবে। পুজোর দিনগুলিতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিশেষ দল পুজো মণ্ডপগুলি ঘুরবেন। অভিযোগ থাকলে ০৩৫৩-২৫৭১১১৩ এবং ০৩৫৩ ২৫৭১১১৫ নম্বরে ফোন করে জানাতে পারবেন বাসিন্দারা। |