টুকরো খবর
ভাঙড়ে রামকৃষ্ণ মঠে পূজিত হন শ্রীমা সারদা
আড়ম্বর নেই। আছে আন্তরিকতা। থিমের মূর্তি নয়, নেই সাবেকি মূর্তিও। তবু দুর্গাপুজো হয় ভাঙড়ের প্রত্যন্ত নাওরা গ্রামের রামকৃষ্ণ মঠে চলে দুর্গার আরাধনা। দেবী এখানে শ্রীমা সারদা। রামকৃষ্ণ পরমহংসদেবের যে ১৬ জন ‘পারষদ’ শ্রীরামকৃষ্ণের ভাবধারা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন তাঁদের অন্যতম ছিলেন স্বামী ত্রিগুনাতিতানন্দ। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের নাওরা গ্রামে ১৮৬৫ সালে জন্মগ্রহণ করেন তিনি। বেদান্ত প্রচারের উদ্দেশ্যে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠা করেন ‘বেদান্ত সোসাইটি অফ নর্থ ডেন’। ১৯১৯ সালে সেখানেই দেহত্যাগ করেন। পরে তাঁর ভক্তরা ১৯৮৫ সালে নাওরা গ্রামে মন্দির ও মঠ প্রতিষ্ঠা করেন। ২০১১ সালের ফেবু্রয়ারি মাসে বেলুড় মঠ এই মঠ অধিগ্রহণ করে। তখন থেকেই এখানে শ্রীমা সারদা দুর্গারূপে পূজিত হয়ে আসছেন। পূজিত হন শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ। মঠের অধ্যক্ষ স্বামী মুক্তিপ্রদানন্দ বলেন, “শক্তির দেবী দুর্গা সকলের মধ্যে বিরাজমান। মা সারদা রূপেও তিনি আর্বিভূত হয়েছিলেন। তাই প্রথাগত দুর্গার মূর্তি তৈরি না করে আমরা শ্রীমা সারদাকেই পুজো করি।” বর্তমানে মঠের অধ্যক্ষ স্বামী মুক্তিপ্রদানন্দ বলেন, “আর্থিকভাবে দুর্বল, পিছিয়ে থাকা গ্রামের মানুষদের জন্য সমাজসেবামূলক কাজ করে চলেছে এই মঠ। পুজোর দিনগুলিতে এলাকার মানুষদের মধ্যে অন্নভোগ বিতরণ, বস্ত্র দান করা হয়।”

বিয়ের প্রলোভনে কিশোরীকে খুনের অভিযোগ
বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার তিলডাঙা গ্রামের ঘটনায় নিহত ওই কিশোরীর নাম খাদিজা খাতুন (১৯)। রবিবার বিকেলে বাড়ি থেকে বেশ কিছু দূরে আড়বেলিয়া গ্রামে আমবাগানের মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বৈকারা গ্রামের এক যুবকের সঙ্গে খাদিজার সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু ছেলের পরিবার খাদিজাকে মেনে না নেওয়ায় বিয়ে হয়নি। গত শনিবার বিকেলে মোবাইলে ওই যুবক খাদিজাকে বলে ‘তুমি চলে এস’, আমরা বিয়ে করে অন্যত্র চলে যাব’। রাতে খাওয়া সেরে ‘একটু আসছি’ বলে টর্চ নিয়ে বেরিয়ে যায় খাদিজা। অনেক রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করে। শেষ পর্যন্ত পরদিন বিকেলে আমবাগানে গলায় ফাঁস দেওয়া খাদিজার দেহ উদ্ধার হয়। খাদিজার পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে খাদিজাকে ডেকে নিয়ে গিয়ে ওই যুবকই তাকে খুন করেছে। এ ব্যাপারে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।

স্কুল নির্বাচেন জয়ী আরএসপি, তৃণমূল
বাসন্তীর একটি স্কুলের পরিচালন সমিতিতে ক্ষমতা ধরে রাখল আরএসপি। রবিবার হিরন্ময়পুর নেতাজি বিদ্যানিকেতনের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন হয়। তৃণমূলকে হারিয়ে ৬টি আসনেই জিতে যান আরএসপি প্রার্থীরা। ক্যানিংয়ের তালদি মোহনচাঁদ হাইস্কুলে পরিচালন সমিতির নির্বাচনে রবিবার ৬টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করে সিপিএম, তৃণমূল, বিজেপি ও কংগ্রেস। ৬টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল।

ফের খুন বনগাঁয়
আবার খুন হল বনগাঁয়। গলার নলি ও পুরুষাঙ্গ কেটে খুন করা হল এক ব্যক্তিকে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁর পেট্রাপোল সীমান্তে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম উত্তম মণ্ডল(৪২)। পুলিশের অনুমান, নিজেদের মধ্যে চুরি সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন।

অস্বাভাবিক মৃত্যু
নবম শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল হাবরার গণদীপায়নে রবিবার সন্ধ্যায়। পুলিশ জানিয়েছে, মৃত অনিতা পান্ডে (১৫) স্থানীয় লালবাহাদুর স্মৃতি বিদ্যাপীঠের ছাত্রী। ঘরের সিলিয়ের সঙ্গে গলায় কাপড় জড়ানো অবস্থায় তার দেহ উদ্ধার হয়।

চাঁদা নিয়ে অভিযোগ
দুর্গাপুজোর চাঁদা নিয়ে বচসার জেরে একটি নার্সারিতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল ক্লাবেব বিরুদ্ধে। বসিরহাটের বড় জিরাফপুরে দাসপাড়ায় রবিবারে রাতের ওই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

গ্রেফতার ৪ ডাকাত
ডাকাতি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল চার ডাকাত। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে কাকদ্বীপের বিশালাক্ষীপুর গ্রামে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.