সোমবার বিকেলে জাঙ্গিপাড়ার তালতলা হাটে বোমাবাজির জেরে আতঙ্ক ছড়ায়। দোকানপাট বন্ধ হয়ে যায়। তৃণমূল সূত্রের খবর, দলেরই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ওই ঘটনা। স্থানীয় বিধায়ক-ঘনিষ্ঠ যুব নেতা শেখ মইনুদ্দিন ওরফে বুধোর দলবলই ওই কাণ্ড ঘটিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বিকেল সাড়ে ৫টা নাগাদ মোটরবাইকে চেপে জনা পঁচিশ যুবক তালতলায় আসে। অনেকের হাতে রিভলভারও ছিল। তৃণমূল সূত্রের খবর, বেশ কিছু দিন ধরেই বুধো এবং স্থানীয় নেতা রফিক হালদারের গোষ্ঠীর লড়াই চলছিল। দিন কয়েক আগেও দু’দলের মারামারি বাধে। দলের জেলা সভাপতি তপন দাশগুপ্তের অনুগামী রফিক বলেন, “দল আমাকে স্থানীয় অঞ্চল সভাপতি করার পর থেকেই বুধোর বাহিনী আক্রমণ করছে। এলাকা উত্তপ্ত করতেই ওরা এ দিন এলাকায় ব্যাপক বোমাবাজি করল।” বুধোর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তিনি ফোন ধরেননি। তপনবাবু বলেন, “রফিকের উত্থানে ঈর্ষাকাতর হয়ে আমাদের দলেরই কেউ কেউ ওখানে সন্ত্রাস করছে। পুলিশ ব্যবস্থা নিক।” বিধায়ক তথা জেলা যুব তৃণমূল সভাপতি স্নেহাশিস চক্রবর্তীর প্রতিক্রিয়া, “ওখানে কী হয়েছে, খোঁজ নিয়ে দেখব।” জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল) অমিতাভ বর্মা জানান, পুলিশ টহল দিচ্ছে।
|
নথি দিতে সময় পেলেন টাটারা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সিঙ্গুর মামলায় অতিরিক্ত নথিপত্র জমা দেওয়ার জন্য টাটা গোষ্ঠীকে চার সপ্তাহ সময় দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতে মামলাটি ওঠে। টাটাদের আইনজীবী অতিরিক্ত কিছু নথি পেশ করার আবেদন জানান। তার পরেই আদালত ওই নথি পেশের জন্য টাটাদের চার সপ্তাহ সময় দেয় বলে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষে অন্যতম আইনজীবী রাজা চট্টোপাধ্যায় জানিয়েছেন। সিঙ্গুরের জমি অধিগ্রহণ আইন অসাংবিধানিক বলে কলকাতা হাইকোর্ট যে-রায় দিয়েছিল, তাকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে। সর্বোচ্চ আদালত মামলাটি গ্রহণ করে টাটাদের হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছিল। সেই অনুযায়ী টাটারা হলফনামা পেশ করেন। তবে তার পরেও টাটা গোষ্ঠীর তরফে আরও কিছু নথি জমা দিতে চেয়ে আবেদন জানানো হয়। এ দিন সেই আর্জিই মঞ্জুর করেছে শীর্ষ আদালত।
|
শিক্ষিকাকে ধর্ষণে অভিযুক্ত অরিজিৎ অধিকারীর খোঁজে কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় তল্লাশি চলছে বলে জানিয়েছে হুগলি পুলিশ। একই অভিযোগে ধৃত রঘুনাথ বেরাকে সোমবার আরামবাগ আদালতের বিচারক জেলহাজতে রাখার নির্দেশ দিয়েছেন। তাঁর বাবা অভিরাম বেরার দাবি, মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে ছেলেকে। একই দাবি করেছেন অরিজিতের বাবা তথা সিপিএমের আরামবাগ জোনাল কমিটির সম্পাদক গণেশ অধিকারী।
|
বালির পূর্ব সাঁপুইপাড়ায় সোমবার স্টোভ ফেটে যাওয়ায় আগুনে পুড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতার নাম সুমিতা পল্লব (২৮)। জখম হয় তাঁর শিশুকন্যা। |