প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
নিজস্ব সংবাদদাতা |
এক জন সদ্য অবসরপ্রাপ্ত পদস্থ আধিকারিক, এক জন সরকারি দফতরের পিওন, আর এক জন টাইপিস্ট। অভিযোগ, জমি পাওয়ানোর নামে জাল নথি বানিয়ে ক্রেতাদের ঠকিয়ে লক্ষাধিক টাকা ঘরে তুলছিলেন এই তিন জন। মুকেশকুমার সিঙ্ঘল নামে দিল্লির এক ব্যবসায়ীর করা অভিযোগের তদন্তে নেমে ওই তিন ব্যক্তিকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ। মিলেছে দু’কোটি ৩৭ লক্ষেরও বেশি টাকা, ২০০ গ্রাম সোনা এবং প্রচুর জাল নথি। আটক হয় তিনটি গাড়ি। ধৃত অলক চট্টোপাধ্যায় ও হারাধন দাস ই ই ব্লকের বাসিন্দা। তৃতীয় জন, সুশান্তকুমার দাসের বাড়ি বারাসতে। সোমবার বিধাননগরের গোয়েন্দাপ্রধান নীলু শেরপা চক্রবর্তী জানান, ওই চক্রে আর কেউ আছে কি না, তা দেখা হবে। ওই ব্যবসায়ীর অভিযোগ, জে সি ব্লকের দু’টি প্লট পাইয়ে দেবে বলে ধৃতেরা তাঁর থেকে ৬৫ লক্ষ টাকা নেয়।
|
বেলঘরিয়ার দুলালনগরে একটি মাঠ দখলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রের খবর, এক প্রোমোটারের লোকজন সোমবার দুপুরে ওই এলাকায় শিশুদের পার্ক সংলগ্ন মাঠ ঘিরে ফেলার চেষ্টা করে। বাসিন্দারা আপত্তি করায় কয়েক জনকে মারধর করা হয়। তার পরেই ক্ষিপ্ত জনতা প্রোমোটারের লোকেদের তাড়া করে। মোটরবাইকে পালানোর সময় তারা গুলি ও বোমা ছোড়ে বলে অভিযোগ। দোষীদের শাস্তির দাবিতে ঘণ্টাখানেক বি টি রোড অবরোধ করে রাখা হয়। এডিসি (বেলঘরিয়া) বিশ্বজিৎ ঘোষ বলেন, “জমি দখল নিয়ে গণ্ডগোল বাধে। গুলি-বোমার প্রমাণ নেই।”
|
ঢাকুরিয়ার একটি শপিং কমপ্লেক্সে বেশি টাকায় দূরপাল্লার
ট্রেনের টিকিট বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আরপিএফ। ধৃতের নাম শেখ জাভেদ। তার কাছে ছিল দূরপাল্লার ট্রেনের ৩১টি টিকিট।
|
চাকরির আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগে হাজরায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম সুমিত নস্কর ও রবীন্দ্রনাথ রায়। তারা ১০-১৫ জন যুবকের ন’লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ।
|
কালীঘাট থানা এলাকায় ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্তকে অবশেষে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম বিশ্বজিৎ পোড়েল। সে অভিযোগকারিণীর আত্মীয়। রবিবার জাঙ্গিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
|
ষষ্ঠী থেকে দশমী একটি সংগঠনের ট্যাক্সিতে বিশেষ সুবিধা মিলবে। ঘোরা যাবে নির্দিষ্ট ভাড়ায়। বয়স্ক, প্রতিবন্ধীরা ছাড় পাবেন। মিলবে ‘ভিআইপি’ কার্ডে প্রতিমা দর্শনের সুবিধাও। সংগঠনের পক্ষে বিমল গুহ জানান, আজ, মঙ্গলবার থেকে ২৪৭৫৩৫০৫ নম্বরে বুকিং করা যাবে। |