টুকরো খবর
বিদেশি লগ্নি নীতিতে স্থগিতাদেশে নারাজ কোর্ট
খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি লগ্নি নীতিতে স্থগিতাদেশ দিতে রাজি হল না সুপ্রিম কোর্ট। তবে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনে (ফেমা) কিছু সংশোধনের প্রয়োজন আছে বলে মন্তব্য করেছে শীর্ষ আদালত। দ্রুত সেই সংশোধনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে কেন্দ্র। বিদেশি লগ্নি নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী এম এল শর্মা। শর্মার বক্তব্য, কেন্দ্র খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। কিন্তু, তাতে কিছু আইনি জটিলতা আছে। ফেমা আইনে খুচরো ব্যবসা করার উপরে নিষেধাজ্ঞা রয়েছে। তাই খুচরো ব্যবসায়ে বিদেশি লগ্নি আনতে হলে রিজার্ভ ব্যাঙ্ককে আইন বদলাতে হবে। তা ছাড়া কেন্দ্রের বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি বা সংসদের অনুমোদন নেই। শর্মার দাবি, এই অনুমোদন ছাড়া বিজ্ঞপ্তিটির আইনি গ্রহণযোগ্যতা নেই। রাষ্ট্রপতি বা সংসদের অনুমোদন নিয়ে শর্মার যুক্তি উড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি আর এম লোঢা ও বিচারপতি এ আর দাভের বেঞ্চ জানিয়েছে, সংবিধানে এই ধরনের কোনও নির্দেশ নেই। তবে রিজার্ভ ব্যাঙ্ককে যে কিছু আইনি সংশোধন করতে হবে সে কথা মেনে নিয়েছে বেঞ্চ। তবে সে জন্য স্থগিতাদেশ দেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে আদালত। অ্যাটর্নি-জেনারেল জি ই বাহনবতী জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সঙ্গে কথা বলে দ্রুত ফেমা সংশোধনের ব্যবস্থা করা হবে। আগামী ৫ নভেম্বর এই মামলার ফের শুনানি হবে।

কেজি বেসিনে ৯টি ব্লক ছাড়ল বিপি
কৃষ্ণা গোদাবরী অববাহিকায় (কেজি বেসিন) রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ-এর সঙ্গে যৌথ উদ্যোগে হাতে নেওয়া ৯টি তেল ও গ্যাস ব্লক-এর দায়িত্ব ছেড়ে দিল ব্রিটিশ সংস্থা বিপি। এখন মোট ১২টি ব্লকে কূপ খনন করবে তারা। এর আগে ২১টি ব্লকের দায়িত্ব নেয় তারা। কিন্তু জল ও বালি জমে থাকার কারণে গত বছর থেকেই তেল ও গ্যাস উত্তোলনের পরিমাণও কমছে। তাই এই সিদ্ধান্ত।

রিলায়্যান্সের ফলাফল
চলতি অর্থবর্ষের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের নিট মুনাফা গত বছরের তুলনায় ৫.৭% কমে হয়েছে ৫,৩৭৬ কোটি টাকা। তবে গত ত্রৈমাসিকের তুলনায় তা ২০% বেড়ে দাঁড়িয়েছে ৪,৪৭৩ কোটিতে।

নতুন ইস্যু নিয়ে বিজ্ঞপ্তি জারি সেবির
শেয়ার ছাড়ার নয়া নিয়ম নিয়ে বিজ্ঞপ্তি জারি করল সেবি। শেয়ার ছাড়ার পদ্ধতি, সংস্থা ও তাদের ব্যাঙ্কগুলির তথ্য প্রকাশ ও ছোট লগ্নিকারীদের জন্য বরাদ্দ শেয়ার, ইত্যাদি নিয়েই এই বিজ্ঞপ্তি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.