টুকরো খবর
ঝাড়গ্রামে নাটক
সোমবার সন্ধ্যায় ঝাড়গ্রামের দেবেন্দ্রমোহন মঞ্চে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর কৃষ্টি সংসদ প্রযোজিত ‘মুক্তিদীক্ষা’ নাটকটি মঞ্চস্থ হল। বের্টোল্ট ব্রেখট-এর লেখা মূল নাটকটির বাংলা অনুবাদ করেছিলেন উৎপল দত্ত। সময়ের প্রেক্ষিতে নাটকটি সম্পাদনা করেছেন মোহিত চট্টোপাধ্যায়। পরিকল্পনা ও নির্দেশনায় সংগ্রামজিৎ সেনগুপ্ত। আয়োজক ছিল, ভারতীয় গণনাট্য সংঘ, ঝাড়গ্রাম পথিকৃৎ শাখা ও পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের ঝাড়গ্রাম শহর শাখা।

লোপেজের বিড়ম্বনা
মঞ্চে গান গাওয়ার সময় জামা খুলে যাওয়ায় বিড়ম্বনায় পরলেন জেনিফার লোপেজ। ইদানীং কালে ফ্যাশন ডিজাইনারদের গাফিলতিতে বারবারই এমন পোশাক বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাঁকে।

নবাবিয়ানা
তথ্য: প্রিয়াঙ্কা দাশগুপ্ত এবং ছবি: যোগেন শাহ
ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্র বলছিলেন, ‘ফান পার্টি।’ রবিবার বান্দ্রার বাড়ির রোশনাই কিন্তু সাফ জানান দিচ্ছিল একটাই কথা, সইফ আলি খান আর করিনা কপূরের ‘সঙ্গীত’ অনুষ্ঠান চলছে এখানে। এক এক করে শুভেচ্ছা জানাতে হাজির হচ্ছেন সইফ-করিনার পরিবারের লোকজন আর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। কমলা রঙের লেহেঙ্গা, হাতে সবুজ চুড়ি আর ফুলে সাজানো খোপায় ঝলমলে করিনা হাজির হলেন ঘিয়ে রঙের শেরওয়ানি পরা ‘ছোটে নবাবের’ সঙ্গেই। অতিথিদের মধ্যে দেখা গেল পেস্তা রঙের লেহেঙ্গায় সইফ-কন্যা সারাকেও (ডান দিকে)। সইফিনার বিয়ে আজ। তার আগে সোমবার সকালেই রেজিস্ট্রি সেরে ফেলেছেন তাঁরা। তবে ধর্ম পাল্টানোর জন্য করিনাকে জোর করা হয়নি বলে জানিয়েছেন তাঁর এক ঘনিষ্ঠ। সইফের মা শর্মিলা মনসুর আলি খান পটৌডিকে বিয়ের সময়ে ধর্ম পরিবর্তন করেছিলেন। তবে সে ছিল বহু দিন আগের কথা। করিনা অবশ্য খান পদবি ব্যবহার করবেন। ১৮ অক্টোবর, বৃহস্পতিবার সইফ-করিনার রিসেপশন হবে দিল্লিতে। ফিল্ম-দুনিয়ার লোক ছাড়াও আমন্ত্রিত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় থেকে শুরু করে সনিয়া গাঁধী, অম্বিকা সোনি ও সলমন খুরশিদের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব। বিয়ের পাট চুকলে ২৪ অক্টোবর ইংল্যান্ডে পাড়ি দেবেন শর্মিলা ঠাকুর। এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট দেওয়া হবে তাঁকে।

তারকা যখন
মুম্বইয়ের এক অনুষ্ঠানে কচিকাঁচাদের সঙ্গে কাজল। সোমবার পিটিআইয়ের ছবি।

ভ্রম সংশোধন



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.