বারো বছরের এক কিশোরকে চোর অপবাদ দিয়ে নিজের বাড়িতে দড়ি দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠল এক রেলকর্মীর বিরুদ্ধে। সোমবার রামপুরহাটের নিউ রেল কলোনি এলাকার ঘটনা। কিশোরের পরিবার সন্দীপন কুমার নামে ওই রেলকর্মীর বিরুদ্ধে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ষষ্ঠ শ্রেণির ছাত্র সুরজ মাহাতো রেল কলোনিতে পুজোর জন্য ফুল সংগ্রহ করতে গিয়েছিল। সুরজ বলে, “অন্যান্য দিনের মতো এ দিনও রেল কোয়ার্টারের কাকুকে বলে ফুল তুলতে ঢুকেছিলাম। ওই রেলকর্মী আমার পা ধরে টানতে টানতে গাছ থেকে নামিয়ে মারধর করে ঘরে নিয়ে গিয়ে বেঁধে রাখে।” খবর পেয়ে বাড়ি ও পাড়ার লোকজন সুরজকে গিয়ে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত পলাতক।
|
এক ট্রাক্টর চালককে মারধরের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার না করার প্রতিবাদে পথ অবরোধ করলেন এলাকার ট্রাক্টর চালকেরা। সোমবার স্থানীয় কাঠিয়া ও মুকলিশপুর গ্রামের ট্রাক্টর চালকেরা মুরারইয়ের বাঁশলৈ গ্রামের কাছে মুরারই-রাজগ্রাম সড়কে ওই অবরোধ করেন। অবরোধকারীদের আরও দাবি, মুরারইয়ের রূপরামপুর গ্রামের ভেতর দিয়ে রঘুনাথগঞ্জ ও রাজগ্রাম যাওয়ার পথ খুলে দিতে হবে। ঘণ্টাখানেক পরে আলোচনার আশ্বাস দেওয়া হলে অবরোধ ওঠে।
|
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক কিশোরীর। পুলিশ জানায়, মৃত ওই কিশোরীর নাম অষ্টমী হাজরা (১৫)। বাড়ি রামপুরহাট থানার দেখুড়িয়া গ্রামে। রবিবার জখম অবস্থায় তাকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে সেখানেই তার মৃত্যু হয়। ওই কিশোরী আত্মঘাতী হয়েছে বলে পুলিশের অনুমান। |