তলিয়ে গেল কিশোর, উদ্ধারে নেমে নিখোঁজ যুবক |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে সেচ ক্যানালের জলে তলিয়ে গেল এক কিশোর। ওই নিখোঁজ কিশোরের দেহ উদ্ধার করতে নেমে আবার দমকলকর্মীদের উপস্থিতিতেই তলিয়ে গেলেন স্থানীয় এক যুবক। সোমবার বিকেলে শান্তিনিকেতন শ্যামবাটির সেচ ক্যানালে এমন মর্মান্তিক ঘটনা ঘটল। পুলিশ জানিয়েছে, নিখোঁজ কিশোরের নাম সানু শেখ (১৪)। বাড়ি বোলপুরের দর্জিপট্টি এলাকায়। নিখোঁজ যুবক গামছা সোরেনের (৩২) বাড়ি বোলপুরেরই ফুলডাঙায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে শ্যামবাটির ওই সেচ ক্যানালে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেছিল সানু। তখনই সে তলিয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। দমকলকর্মীদের দড়ির সাহায্যে দেহ উদ্ধারে নামেন স্থানীয় কিছু উৎসাহী যুবক। ওই সময়ই তলিয়ে যান গামছা সোরেন। |
|
তল্লাশি। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী। |
বোলপুরের মহকুমাশাসক প্রবালকান্তি মাইতি বলেন, “নিখোঁজ দেহ দু’টি উদ্ধারের জন্য সিভিল ডিফেন্স থেকে দু’জনকে পাঠানো হয়েছে। তা ছাড়া ডুবুরিরও ব্যবস্থা করা হচ্ছে।” এ দিকে শ্যামবাটি যুব সঙ্ঘের উদ্যোগে ওই এলাকায় হ্যালোজেন লাগিয়ে আলোর ব্যবস্থা করে রাত পর্যন্ত উদ্ধার কাজ চলছে। এরই মধ্যে দমকলের গাড়িতে ভাঙচুর করেন বাসিন্দারা। বোলপুর দমকল ও জরুরি পরিষেবা কেন্দ্রের ওসি শেখ আব্বাস বলেন, “ঘটনার খবর পেয়েই আমরা ছুটেছিলাম। আমাদের কর্মীদের কোনও সাঁতার প্রশিক্ষণ নেই। তাই স্থানীয় বাসিন্দাদের উদ্ধারে নেমেছিলেন। তখনই দুর্ঘটনাটি ঘটে।” |
|