ওস্তাদের বয়স ৪৬ (হাফ সেঞ্চুরি করতে আর মাত্র একটা বাউন্ডারি)
ট্যাঁকের জোর অনেক কাটছাঁট করে ১৮ লাখে ঠেকেছে। এতেও মিষ্টি কম হলে গুড় ঢালার লোক আছে।
প্লাস পয়েন্ট এক ঝাঁক তরুণের ‘সবুজের অভিযান’। শিল্পীরা মুখ ফুটে কিছু চাইলেই হাজির। সেরা হওয়ার ধনুক ভাঙা পণ। পাড়ার মাসিমা-কাকিমারাও অন্তত এক বার মণ্ডপে ঢুঁ মেরে জ্ঞান দিয়ে যাচ্ছেন।
মাইনাস পয়েন্ট মূল রাস্তার গা ঘেঁষে মণ্ডপ। জায়গা কম। পুজোর চার দিন ভিড় সামালাতে হিমশিম খেতে হয়। মণ্ডপে ঢুকতে না পেরে ‘আসছে বছর আবার হবে’ বলে ফিরে যান অনেকে।
থিম সৃষ্টির উচ্ছ্বাসে রুদ্র। হিংসা আর হানাহানিকে ঘাড় ধাক্কা দিতে সোজা পুরাণ থেকে উঠে এসেছে সৃষ্টির আনন্দ। একটাই ভয়, সৃষ্টিসুখের উল্লাসে বাধা দিতে প্রকৃতি আবার রুদ্রমূর্তি না ধরে। রুদ্রের মাথায় ছাতা ধরার রেওয়াজ তো পুরাণে নেই!
তুরুপের টেক্কা মোটা থার্মোকলের উপরে পাতলা নেট দিয়ে কল্কা ও কারুকাজ হচ্ছে। প্লাইউড দিয়ে হচ্ছে মণ্ডপ। তার সঙ্গে মিল রেখে প্রতিমা। পঞ্চমীর সন্ধ্যায় যবনিকা উঠলে তবেই তার দেখা মিলবে।
পুজো প্লাস মণীষীদের জন্মদিন পালনে মিস নেই (মহাকরণের মতোই)। ১৩ জন দুঃস্থের পড়ার খরচ জোগাবে পুজো।
প্রতিদ্বন্দ্বী প্রসঙ্গে ধুস, রুদ্রের সঙ্গে টক্কর নেবে এমন কেউ আছে না কি?
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.