টুকরো খবর
দ্রুত পুলিশি পরিষেবা দিতে ‘মোবাইল ভ্যান’
দ্রুত পুলিশি পরিষেবা দিতে বালুরঘাটে চালু হল ‘কমিউনিটি পুলিশ মোবাইল ভ্যান’। শনিবার সন্ধ্যায় ভ্যান উদ্ধোধন করেন কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী। জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “বালুরঘাট পুরসভা এলাকার বাসিন্দারা আইনশৃঙ্খলাজনিত সমস্যা সরাসরি ওই মোবাইল ভ্যানে জানিয়ে দ্রুত পরিষেবার সুযোগ পাবেন। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ভ্যান কাজ করবে।” তাতে এক মহিলা পুলিশকর্মী থাকবেন। পুলিশ সুপার জানান, ভ্যানে মোবাইল নম্বর ৯৬০৯৮০৬৪০৬ লেখা আছে। পুলিশের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের বিভিন্ন স্কুল ও রাস্তার মোড়ে দাঁড়িয়ে ওই ফোন নম্বর লিখে নিতে অনুরোধ করা হয়েছে।

চাকরি পরীক্ষায় দেরি বালুরঘাটে
নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পরে পরীক্ষা শুরু করে বিতকে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা। রবিবার বালুরঘাট কলেজের ঘটনা। জেলা স্বাস্থ্য দফতর থেকে হেলথ কাউন্সিলার পদে ৮ পুরুষ ও ১ মহিলা প্রার্থী নিয়োগের জন্য এ দিন ১ ঘণ্টার লিখিত পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু করার নোটিস দেওয়া হয়। অভিযোগ, কারণ ছাড়া পরীক্ষা শুরু করা হয় ১১টা ৪৫ মিনিটে। পুরুষ কর্মী পদে ৩২ এবং মহিলা পদে ১৬ পরীক্ষার্থী ছিলেন। তাঁরা জানান, বিশেষ কাউকে সুবিধা করে দিতে কর্তৃপক্ষ দেরিতে পরীক্ষা নেন। মুখ্য স্বাস্থ্য আধিকারিক কাজল মন্ডল অবশ্য এ অভিযোগ অস্বীকার করেন।

সংঘর্ষে নিহত পাচারকারী
উট পাচার কেন্দ্র করে দুষ্কৃতীদের সঙ্গে বিএসএফ জওয়ানদের সর্ংঘষে এক এক দুষ্কৃতী মারা গিয়েছে। নিহতের নাম মোক্তারুল শেখ (৩০)। তার বাড়ি গৌড়ের খিরকি গ্রামে। দুষ্কৃতীদের হামলায় এক বিএফএফ জওয়ান জখম হন। তাঁকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। আটটি উট আটক করে বিএসএফ। রবিবার ইংরেজবাজার থানার ভারতবাংলাদেশ সীমান্তবর্তী লধিয়া গ্রামে ঘটনাটি ঘটে। সীমান্ত চৌকির তিনজন জওয়ান টহল দেওয়ার সময় লক্ষ করে ২০-২১ জন ব্যক্তি ১০টি উট নিয়ে সীমান্তের দিকে যাচ্ছেন। জওয়ানেরা তাদের থামতে বলে তারা জওয়ানদের লক্ষ্য করে বোমা ছোড়েন বলে অভিযোগ। পরিস্থিতি দেখে বিএসএফ জওয়ানেরাও গুলি চালান। গ্রেনেডও ছোড়া হয়।

শিশুর দেহ উদ্ধার
বাড়ি লাগোয়া এলাকা থেকে এক শিশু কন্যার দেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির সাতভিটায় ঘটনাটি ঘটেছে। মৃত শিশুর নাম মানসী রাজভর (৪)। ওই শিশুকন্যার বাবা বংশী রাজভর ভিনরাজ্যে কাজ করেন। তারা দুই ভাইবোন। শনিবার মানসীর মা মোগনী দেবী তাদের বাড়িতেই রেখে বাজারে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে মেয়ের খোঁজ শুরু করেন। ছেলে বাড়ির সামনে খেলে বাড়ি ফিরলেও মানসী ফেরেনি বলে তার ভাই মা’কে জানায়। এদিন সকালে দেহটি উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ সন্তোষ রাজভর নামের এক কিশোরকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ওই দিন বিকালে মানসীকে সন্তোষের সঙ্গে দেখা যায়। নিহতের বাড়ি থেকে ধর্ষণ এবং খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। এসডিপিও সুবিমল পাল বলেন, “মানসীকে সম্ভবত শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সব পরিস্কার হবে। এক কিশোরকেও গ্রেফতার করা হয়েছে।”

কাল ধিক্কার দিবস
রূপনারায়ণপুর পলিটেকনিকে ছাত্রী গণধর্ষণে জড়িতদের গ্রেফতারের দাবিতে কাল, মঙ্গলবার রাজ্যজুড়ে ধিক্কার দিবস পালনের ডাক দিল ছাত্র পরিষদ। রবিবার কোচবিহারে সাংবাদিক বৈঠক করে ওই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন সংগঠনের রাজ্য সভাপতি রাহুল রায়। রাহুলবাবু বলেন, “ওই ঘটনার মূল অভিযুক্তরা স্থানীয় তৃণমূল বিধায়কের ভাইয়ের ঘনিষ্ট বলেই পুলিশ তাদের গ্রেফতার করছে না। ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। অভিযুক্তদের ধরার দাবিতে ১৬ অক্টোবর রাজ্যজুড়ে ধিক্কার দিবস পালনের সিদ্ধান্ত হয়েছে। ওই দিন প্রতিটি জেলায় কালো ব্যাজ পরে মিছিল কিংবা সভা করবেন ছাত্র পরিষদ কর্মী ও সমর্থকেরা।”

অস্বাভাবিক মৃত দুই
দুটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার সকালে চোপড়া থানার কাজিগছ এলাকায় তাসিয়া ওঁরাও (৪০) নামে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অপর ঘটনায় শনিবার রাতে হরিনাথগছে অনিতা সিংহ (১৪) নামে এক কিশোরী বিষক্রিয়ায় অসুস্থ পয়ে পড়ে। তাঁকে ইসলামপুরে হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বোনের সঙ্গে ঝগড়া করে অভিমানে আত্মহত্যা করেছে অনিতা।

ট্রেনে কাটা পড়ে মৃত
তাড়াহুড়ো করে লাইন পেরোনোর সময়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঘটনাটি ঘটে কোচবিহার কোতোয়ালি থানার ঘেঘিরঘাট এলাকায়। পুলিশ ও এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম হরিদাস দে (৩৯)। পেশায় ভ্যানচালক ওই ব্যাক্তি লাইন পার হওয়ার সময় এনজেপি-বামনহাট প্যাসেঞ্জার ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে।

শিশুর মৃত্যু
বাইকের ধাক্কায় ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের করণদিঘির খোনতা এলাকায় রাজ্য সড়কে। মৃত ওই শিশুর নাম গোলেমা খাতুন। তার বাড়ি ওই এলাকাতেই। এদিন শিশুটি পরিবারের লোকেজনের সঙ্গে রসাখোয়া যায়। সেখান থেকে ফেরার পথে খোনতায় ইসলামপুরগামী একটি বাইক তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ওই শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক বাইক ফেলে পালিয়ে যায়। পুলিশ বাইকটি আটক করেছে। চালকের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে বলে পুলিশ কর্তারা জানান।

ধৃত ২
হলোগ্রাম নকল করে নামী কোম্পানির জরদা বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে পুলিশ ধরে। মালদহের সামসি থেকে রবিবার সকালে ধৃত ওই দুই ব্যবসায়ীর নাম দীনেশ্বর সিংহ ও তপন সাহা বলে পুলিশ জানিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.