টুকরো খবর
ছ’দফা বাম-দাবি
রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি নিয়ে বিভ্রান্তি কাটাতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে ৬ দফা দাবি তুলে আন্দোলনে নামার কথা ঘোষণা করল সিপিএমের উত্তর দিনাজপুর জেলা কমিটি। রবিবার বিকালে দলের জেলা কমিটির বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে ওই কথা ঘোষণা করেন দলের উত্তর দিনাজপুরের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা দলের রাজ্য কমিটির সদস্য মানব মুখোপাধ্যায়। মানববাবু বলেন, “রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। কেন্দ্র সরকারি ভাবে রাজ্য সরকারকে জানাক, রায়গঞ্জেই এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি হবে। প্রকল্পটিকে কেন্দ্রীয় সরকার যোজনা কমিশনের অনুমোদন করাক। জমি অধিগ্রহণের জন্য কত টাকা প্রয়োজন তা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছে জানতে চাক। পাশাপাশি রাজ্য সরকার জমি অধিগ্রহণ শুরু করুক।” চাষিদের ক্ষতিপূরণ সরকারিভাবে ঘোষণা করার দাবি জানানো হয়েছে।

ডেঙ্গিতে যশ চোপরা
চিত্র পরিচালক যশ চোপরা ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। শনিবার তাঁকে বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার যশ রাজ ফিল্মসের মুখপাত্র জানিয়েছেন যশ চোপরা এখন ভাল আছেন। আগামী সপ্তাহে তাঁর নতুন ছবি ‘যব তক হ্যায় জান’-এর একটি গানের শু্যটিং-এর জন্য সুইৎজারল্যান্ড যাওয়ার কথা ছিল। কিন্তু যশ ডেঙ্গি আক্রান্ত হওয়ায় শু্যটিং-এর দিন পিছিয়ে দেওয়া হয়েছে। আশি বছর বয়সী যশ চোপরা ‘যব তক হ্যায় জান’ করার পর অবসর নেবেন বলেই ঘোষণা করেছিলেন।

স্বাস্থ্যমেলা
আসানসোল বিএনআর ক্লাবের উদ্যোগে আইএমএ, আসানসোল শাখার সহায়তায় স্বাস্থ্যমেলা আয়োজিত হল রবিবার। উদ্বোধন করেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। ক্লাবের সম্পাদক বিদ্যুৎ দাস জানান, ১৬ জন চিকিৎসক ৩৩৯ জন রোগীর চিকিৎসা করেন। বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। ছিলেন এডিসিপি সুরেশ কুমার, মেয়র পারিষদ অভিজিৎ ঘটক, ইন্ডিয়ান সোসাইটি ফর ব্লাড ট্রান্সমিশন ইমিউনো হেমাটোলজির আজীবন সদস্য প্রবীর ধর।

সেমিনার
জনস্বাস্থ্য বিষয়ক এক সেমিনারে যোগ দিতে সোমবার শিলিগুড়িতে আসবেন সমাজকর্মী বিনায়ক সেন। ওই দিন বিকাল ৪টায় সেমিনার অনুষ্ঠিত হবে। আয়োজক সংগঠনের পক্ষে অভিজিৎ মজুমদার বলেন, “স্বাস্থ্যক্ষেত্রে ক্রমশই বেসরকারিকরণ হচ্ছে। সরকারি কোনও নিয়ন্ত্রণ নেই। আগামীতে কাওয়াখালিতে ‘হেলথ্ হাব’ করার কথা শুনতে পাচ্ছি। সে ক্ষেত্রে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ রুগ্ন হয়ে পড়বে। পুজোর পরে স্বাস্থ্য নিয়ে আমরা আন্দোলনে যাচ্ছি। তার প্রথম ধাপ এই সেমিনার।” বৈঠকে সংগঠন সম্পাদক জয়দীপ দাশগুপ্ত, দীপঙ্কর ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যশিবির
প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষকে নিখরচায় চিকিৎসা পরিষেবা দিতে রবিবার বালুরঘাটের চকভৃগুতে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে ‘সেফ হার্ট’ এবং ‘সকাল’ নামে চিকিৎসকদের দুটি স্বেচ্ছাসেবী সংস্থা। শিবিরে প্রায় ৫০০ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে প্রায় ১ লক্ষ টাকার ওষুধ দেওয়া হয়।

আজানা জ্বরে মৃত
বসিরহাট মহকুমার আটুরিয়া এলাকায় অজানা জ্বরে গত কয়েক দিনে দু’জনের মৃত্যু হয়েছে। মহকুমা স্বাস্থ্য আধিকারিক অসিত পাণ্ডে জানান, চিকিৎসক দল পাঠানোর ব্যবস্থা হচ্ছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.