পূর্ত দফতরের তৈরি জলপাইগুড়িতে পাঁচটি সেতু উদ্বোধনের মঞ্চ থেকে উত্তরবঙ্গকে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে বলে অভিযোগ তুললেন রাজ্য সরকারের দুই মন্ত্রী। রবিবার জলপাইগুড়ি শহর লাগোয়া পাঙ্গা এলাকায় পাঙ্গা নদী সেতু সহ কালচিনির ডিমা, রাজগঞ্জের চেকোমারি, ময়নাগুড়ির বারোহাতি এবং গয়েরকাটার মধুবনী সেতুর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেছিল পূর্ত দফতর। প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যায় করে সেতুগুলি তৈরি হয়েছে। অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যের পূর্তমন্ত্রী সুর্দশন ঘোষদস্তিদার এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব কেন্দ্রের কংগ্রেস সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন। দুই জনেই জাতীয় সড়কের বেহাল দশাকেই কেন্দ্র বিরোধী আক্রমণের হাতিয়ার করেন। উত্তরবঙ্গের থেকে কোটি কোটি টাকা রাজস্ব কেন্দ্রীয় সরকার কোষাগারে ভরলেও সেই টাকার ছিটেফোঁটাও উত্তরবঙ্গের উন্নয়নে খরচ করা হচ্ছে না বলে অভিযোগ করে পূর্তমন্ত্রী বলেন, “জলপাইগুড়ি জেলার চা বাগান থেকে শুরু করে বিভিন্ন খাতে প্রতি বছর কয়েক কোটি টাকা কেন্দ্র নিজের ঘরে তুলছে। অথচ এখানকার জাতীয় সড়কগুলি দিনের পর দিন বেহাল হয়ে থাকে। কেন্দ্রের কোনও হেলদোল নেই।” জাতীয় সড়ক বেহাল হয়ে থাকলেও পূর্ত দফতরের হাতে থাকা রাজ্য সড়কগুলি ভালই রয়েছে বলে এদিন দাবি করে পূর্তমন্ত্রী বলেন, “কয়েক লক্ষ কোটি টাকা দেনা মাথায় নিয়ে রাজ্য সরকার যদি তাদের সড়কগুলি সারিয়ে দিতে পারে তবে কেন্দ্র কেন পারছে না। |
জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে রাজ্য সরকারের প্রায় ২০০ কোটি টাকা পাওনা রয়েছে।” জলপাইগুড়ি থেকে ফিরে গিয়ে চলতি সপ্তাহে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং পূর্ত দফতরের আধিকারিকদের মহাকরণে ডেকে বেহাল জাতীয় সড়ক নিয়ে বৈঠক করবেন বলে জানিয়েছেন মন্ত্রী। জাতীয় সড়কের বেহাল দশা ফেরাতে বড় ধরণের আন্দোলন কর্মসূচীর নেওয়া হবে বলে এদিন জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, “এর আগে শিলিগুড়িতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের দফতরের সামনে অবস্থানে বসেছিলাম। ওঁরা আশ্বাস দিলেও সেই কাজ শুরু করতে পারেনি। আগামী সপ্তাহে ফের বৈঠক হবে। তাতেও যদি কাজ না হয় তবে আরো বড় ধরের আন্দোলনের পথে যেতে বাধ্য হব।” গৌতমবাবু বলেন, “মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের জন্য প্রতিদিন নতুন কিছু না কিছু ভাবছেন। আজকের অনুষ্ঠান শিলিগুড়ির কাছে হওয়ার কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী বলেন, পাঙ্গা সেতুর উদ্বোধন পাঙ্গার কাছেই হবে, সেই মত অনুষ্ঠানের স্থান পরিবর্তন করা হয়। উত্তরবঙ্গের জন্য তিনি এতটাই ভাবেন।” কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গে আলিপুরদুয়ারের কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ রায় বলেন, “জাতীয় সড়কে মহাসড়ক তৈরির কাজের টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। খুব শিগগিরি সেই কাজও শুরু হয়ে যাবে।” এদিনের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে নাম না ছাপিয়ে জলপাইগুড়ির সাংসদ মহেন্দ্র রায়কে অপমান করা হয়েছে বলে সিপিএমের তরফে অভিযোগ করা হয়েছে। এসজেডিএ চেয়ারম্যান শিলিগুড়ির বিধায়ক রূদ্রনাথ ভট্টাচার্য, শিলিগুড়ি কর্পোরেশনের চেয়ারম্যান নান্টু পাল, বিধায়ক খগেশ্বর রায়, এসজডেডিএ সদস্য চন্দন ভৌমিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। |