• নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম সার্ধজন্মশতবর্ষ স্মরণে ‘চন্দ্রগুপ্ত’ মঞ্চস্থ করল বাঁকুড়ার নাট্যসংস্থা ‘বাঁকড়ি’। রবিবার বিষ্ণুপুরের যদুভট্ট মঞ্চে নাটকটি পরিবেশিত হয়। চন্দ্রগুপ্তের রচয়িতা দ্বিজেন্দ্রলাল।
• সারেঙ্গা ব্লকের কৃষ্ণপুর গোহালডাঙা এসএস হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষের আনুষ্ঠানিক সূচনা হল রবিবার। অনুষ্ঠানের উদ্বোধন করেন সারেঙ্গার বিডিও হীরকজ্যোতি মজুমদার। তিন দিনের এই অনুষ্ঠান শেষ হবে মঙ্গলবার। নাচ, গান, কবিতা আবৃতি, নাটক, যাত্রা-সহ নানা অনুষ্ঠানে প্রথম দিন থেকেই জমে উঠেছে স্কুল প্রাঙ্গন। আজ, সোমবার নাটক ও প্রাক্তনীদের অনুষ্ঠান হবে। মঙ্গলবার বহিরাগত শিল্পীদের গানের অনুষ্ঠান রয়েছে।
|
• ‘দক্ষিণাবর্ত’ পত্রিকার ২০১২-র শারদীয়া সংখ্যা প্রকাশিত হল গত মঙ্গলবার। খাতড়া অবোধ ইন্সটিটিউশনে পত্রিকাটি প্রকাশ করেন খাতড়ার মহকুমাশাসক দেবপ্রিয় বিশ্বাস। অনুষ্ঠানে এলাকার বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
• সোমবার বেলিয়াতোড়ে বসন্তরঞ্জন পুঁথি সংগ্রহশালায় শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কারক বসন্তরঞ্জন রায়ের ১৪৭তম জন্মদিবস পালিত হল। ‘শ্রীকৃষ্ণকীর্তন ও বসন্তরঞ্জন’ শীর্ষক আলোচনাসভা হয়। |