টুর্নামেন্টের গোড়াতেই যে দলীপ চ্যাম্পিয়নদের জন্য এমন ধাক্কা অপেক্ষা করে ছিল, কে জানত! একেই ভাঙাচোরা টিম। গত বছর দলীপ জয়ের যাঁরা স্থপতি ছিলেন, তাঁদের মধ্যে ঋদ্ধিমান সাহা এবং সামি আহমেদ নেই পূর্বাঞ্চল টিমে। তার উপর অশোক দিন্দার মাঠে নামা নিয়েও প্রবল জটের সৃষ্টি হয় রবিবার সকালে। চোটের জন্য নামতে চাইছিলেন না দিন্দা। শেষ পর্যন্ত তিনি নামলে কী হবে, মাঠে গিয়ে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে পূর্বাঞ্চল। গত রাতে বৃষ্টির জন্য পিচে ভিজে ভাব ছিল। এবং পরিবেশের ফায়দা তুলে পূর্বাঞ্চলকে মোটামুটি কাঁদিয়ে ছাড়েন দক্ষিণাঞ্চলের দুই পেসার বিনয় কুমার ও অভিমন্যু মিঠুন। জাতীয় দলের প্রাক্তন এই দুই পেসারের বিষাক্ত সুইংয়ের মুখে পড়ে এক সময় মাত্র ৩৮ রানে ৫ উইকেট চলে যায় পূর্বাঞ্চলের! দিনের শেষে অবশ্য সেই ধাক্কা কিছুটা হলেও সামলে উঠেছে পূর্বাঞ্চল। আপাতত প্রথম ইনিংসে তারা ১৮৭-৬। ক্রিজে আছেন সৌরভ তিওয়ারি (৮৪ ন:আ:) এবং টিমের পেসার বসন্ত মোহান্তি (৫১ ন:আ:)। পূর্বাঞ্চল শিবির মনে করছে, তিনশো না তুলতে পারলে ম্যাচে ফেরার কোনও সম্ভাবনা নেই। এ দিন দু’টো করে উইকেট পান অভিমন্যু মিঠুন এবং স্টুয়ার্ট বিনি। বিনয় কুমার পান এক উইকেট।
|
আগামী অলিম্পিকে ভারতে এক ডজন পদক আসার স্বপ্ন দেখতে শুরু করেছেন এবার সচিন তেন্ডুলকরও। তবে তার জন্য যে ঠিকঠাক প্রস্তুতি ও পরিকল্পনা দরকার, সেটাও একই সঙ্গে বলে রাখলেন তিনি। “লন্ডন আমাদের প্রতিযোগীরা যা করে দেখিয়েছে, তাতে মনে হচ্ছে সামনে আরও উন্নতির রাস্তা খোলা। মন বলছে, রিও-তে বারোটা পদক আসতেই পারে। তবে সে লক্ষ্য ছুঁতে গেলে কয়েকটা পরিবর্তন আনা জরুরি,” মানবসম্পদ উন্নয়ন মন্ত্রককে পাঠানো তিন পাতার চিঠিতে এই এই কথা লিখেছেন লিটল মাস্টার। কী বলা আছে চিঠিতে? সচিনের কথায়, ছাত্রছাত্রীদের আরও বেশি করে খেলাধুলোর দিকে টানতে গেলে পাঠ্যসূচিতে খেলাকে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিশেষ করে শরীরশিক্ষাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। ইতিহাস বইয়ে তুলে আনতে হবে অতীতের খেলোয়াড়দের বিভিন্ন কীর্তিকে। বিভিন্ন ঘটনাকে। “১৯৫১-য় পন্ডিত নেহরুর উদ্যোগে দিল্লিতে যে এশিয়ান গেমস হয়েছিল, সেই গেমসই কিন্তু পরে ১৯৮২-র এশিয়ান গেমস ও ২০১০-এ কমনওয়েলথ গেমস আয়োজনের প্রেরণা জুগিয়েছিল। বর্তমান প্রজন্মের সেই উদ্যোগের কথা জানা দরকার। এ ভাবেই তো ছাত্রছাত্রীদের মনের মধ্যে খেলা সম্পর্কে আগ্রহ তৈরি করা যাবে।” খেলোয়াড়দের উন্নতির জন্য তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ধাঁচে প্রতিটি খেলার জন্য আলাদা অ্যাকাডেমি গড়ে তোলার প্রস্তাবও দিয়েছেন।
|
ডেকান চার্জার্সকে আইপিএল থেকে ছেঁটে ফেলার চব্বিশ ঘণ্টার মধ্যে নতুন ফ্র্যাঞ্চাইজি খোঁজার কাজে নেমে পড়ল ভারতীয় ক্রিকেট বোর্ড। রবিবার নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য দরপত্র ডাকার কাজ চালু হয়ে গেল। আগামী ২৫ অক্টোবরের মধ্যে দরপত্র জমা দিতে হবে আগ্রহী ব্যক্তি বা সংস্থাকে। হায়দরাবাদ ছাড়াও আরও ১১টি শহর থেকে দরপত্র চাওয়া হয়েছে। আমদাবাদ, কটক, ধর্মশালা, ইনদওর, কানপুর, কোচি, নাগপুর, নয়ডা, রাজকোট, রাঁচি ও বিশাখাপত্তনম। নতুন এই ফ্র্যাঞ্চাইজি আইপিএল সিক্স থেকেই খেলবে।
|
আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় এ বছর চ্যাম্পিয়ন হল হুগলি জেলা। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উপনগরী ময়দানে তিন দিন ব্যাপী এই ফুটবল প্রতিযোগিতায় যোগ দিয়েছিল রাজ্যের ৮টি জেলার ফুটবল দল। গত শুক্রবার প্রতিযোগিতার উদ্বোধন হয়। রবিবার ফাইনাল খেলায় হুগলি ৩-০ গোলে পূর্ব মেদিনীপুর জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। |