ছাত্র নির্বাচন নিয়ে তপ্ত শিলচর
ছাত্র সংসদের নির্বাচন ঘিরে শিলচর এখন উত্তপ্ত। গুরুচরণ কলেজ এবং কাছাড় কলেজে নির্বাচন পণ্ড হয়ে গিয়েছে। প্রতিবাদে পারস্পরিক দোষারোপ এবং কলেজ কর্তৃপক্ষকে দায়ী করে আন্দোলনে নেমেছে এনএসইউআই এবং এবিভিপি। ফলে দুই কলেজেই বেশ ক’দিন থেকে পড়াশোনা শিকেয় উঠেছে।
কাল এনএসইউআই কাছাড় কলেজের গেটে তালা লাগিয়ে দেয় বলে অভিযোগ। অধ্যক্ষ-সহ শিক্ষকরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ফিরে যান। অন্য দিকে, বৃহস্পতিবার গুরুচরণ কলেজে ছাত্র সংসদের নির্বাচন ঘিরে ব্যালট পেপার ছিনতাই, পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটানোর পর পরিস্থিতি এখনও স্বাভাবিক না-হওয়ায় ক্লাস শুরু হয়নি। এই ডামাডোলের মধ্যেই মঙ্গলবার শিলচরের সমস্ত কলজে ধর্মঘটের ডাক দিয়েছ এবিভিপি।
এ বার অস্বাভাবিক নির্বাচনী উত্তাপের শুরু কাছাড় কলেজ থেকে। ৭৫ শতাংশের কম উপস্থিতির দরুন ৪৭ প্রার্থীর ৪৬ জনেরই মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। অভিযোগ, অধ্যক্ষ একজন মাত্র প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী বলে ভোটের পাট চুকিয়ে দেন। এনএসইউআই, এবিভিপি, ডিএসও জোটবদ্ধ হয়ে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। এবিভিপি জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখায়। এনএসইউআই কলেজে ধর্মঘট করে। গত কাল ছিল শ্রেণি প্রতিনিধি নির্বাচন। সংসদের সব মনোনয়ন গ্রহণ করে ভোট করানোর দাবিতে এনএসইউআই গেটে তালা ঝুলিয়ে দিলে আটকে যায় শ্রেণি প্রতিনিধি নির্বাচনও।
গুরুচরণ কলেজে অবশ্য বৃহস্পতিবার ভোট গ্রহণ পর্যন্ত সব কিছু নির্বিঘ্নে সম্পন্ন হয়। বিবাদ বাধে গণনার সময়। অধ্যক্ষের অভিযোগ আচমকা ‘দুষ্কৃতী’রা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে পালায়। এর জেরে এনএসইউআই এবং এবিভিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের উক্রম হয়। অধ্যক্ষ পরিস্থিতি পর্যালোচনার পর নির্বাচন বাতিল করে দেন। এতে ক্ষিপ্ত এবিভিপি সমর্থকরা অধ্যক্ষের অফিসের সামনে ধর্নায় বসেন। পুলিশ তখন অধ্যক্ষের অনুরোধে মাঠে নামে। লাঠিচার্জ হতেই শুরু হয় চতুর্দিক থেকে ঢিল ছোড়াছুড়ি। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি তখনকার মতো নিয়ন্ত্রণে আনে পুলিশ।
কিশোরকুমার স্মরণ। প্রথম বছর থেকেই শ্রদ্ধা-আবেগে কিশোরকুমারের মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে শিলচরে। এ বার ২৫ বছর বলে কথা! তাই আয়োজনও ছিল ব্যতিক্রমী। অন্য বছরের মতো শুধু গানে গানে শ্রদ্ধাঞ্জলি নয়। দু’দিনের অনুষ্ঠানে ছিল কিশোরকুমারকে নিয়ে প্রদর্শনী, সংবর্ধনা, ক্যুইজ, বসে আঁকো প্রতিযোগিতা, আলোচনাসভা, স্মরণিকা এবং গানের সিডি প্রকাশ। কিশোরকুমারের আবক্ষ মূর্তি বসানোর সিদ্ধান্তও পাকা হয়েছে এ বার।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.