টুকরো খবর
মধুবনি-কাণ্ডে সিবিআই তদন্ত, বন্ধের ডাক
মধুবনির দশম শ্রেণির ছাত্র প্রশান্ত কুমার ঝা এবং তার বান্ধবীর অপহরণের ঘটনায় শেষ পর্যন্ত সিবিআই তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। এই দাবিতে গত দু’দিন ধরে মধুবনি উত্তাল হয়ে ওঠে। অশান্তি ঠেকাতে পুলিশ গুলি চালালে তাতে দু’জনের মৃত্যু হয়। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে ওঠে যে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তাঁর ‘ধিকার যাত্রা’ কর্মসূচি স্থগিত রেখে টনায় ফিরে মধুবনির পরবর্তী পরস্থিতি নিয়ে আজ,প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন। এ দিকে এই ঘটনার জেরে বিরোধী দলগুলি মাঠে নেমে পড়েছে। বামদলগুলি কাল, ১২ ঘণ্টার বিহার বন্ধের ডাকা দিয়েছে। তা সমর্থন করেছে আরজেডি এবং লোকজনশক্তি দল। এ দিন আজেডি-র বিরোধী দলনেতা আব্দুল বারি সিদ্দিকির নেতৃত্বে এক প্রতিনিধি দল মধুবনিতে প্রশান্তদের বাড়িতে যায়।মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের পরে স্বরাষ্ট্র সচিব আমির সুহানি বলেন, “প্রশান্ত নামে ওই ছাত্রের নিখোঁজহওয়া এবং তার বান্ধবীর অপহরণের ঘটনার সিবিআই তদন্ত করা হবে। এই সর্ম্পকিত সব অভিযোগের তদন্ত হবে।” প্রসঙ্গত, প্রশান্ত তার বান্ধবীকে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছিল। তারপর থেকে প্রশান্তের কোনও খোঁজ মেলেনি। মেয়েটির বাবা রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মী। পরে একটি মৃতদেহ দেখে তার পরিবারের লোকজন সেই দেহটিকে প্রশান্তের বলে দাবি করে জেলাশাসকের কার্যালয়ের সামনে ধর্নায় বসেন। এরপরেই গত দু’দিন ধরে মধুবনির জেলা উত্তপ্ত হয়ে ওঠে। ইতিমধ্যে ওই মধুবনির জেলাশাসক এবং পুলিশ সুপারকে বদলি করে দেওয়া হয়েছে।

কেন্দ্র অনড়, গ্যাসে ভর্তুকি বাড়ছে না
বছরে পরিবার পিছু ছ’টি রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত বদলাবে না কেন্দ্র। সিদ্ধান্ত বদলালে পুরো সংস্কার প্রক্রিয়াই ধাক্কা খাবে বলে মনে করে কেন্দ্র। এ কথাই জানিয়েছেন এক উচ্চপদস্থ আধিকারিক। রান্নার গ্যাসে ভর্তুকি কমায় আপত্তি উঠেছে সরকারেরই নানা মহল থেকে। চলতি আর্থিক বছরে মিড-ডে মিল প্রকল্পের জন্য সব সিলিন্ডারেই ভর্তুকি দিতে পেট্রোলিয়াম মন্ত্রককে চিঠি লিখেছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী কপিল সিব্বল। রান্নার গ্যাস নিয়ে দেশে বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কা করছে কংগ্রেসের একাংশ।

পথ দুর্ঘটনায় মৃত ৩
ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বাইসিঙ্গায় পাঁচ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাক ও মোটরের মুখোমুখি সংঘর্ষে আজ তিন জনের মৃত্যু ঘটেছে। মৃতেরা সকলেই বারিপদাগামী একটি গাড়ির সওয়ারি ছিলেন। পুলিশ জানায়, ওই গাড়ির চালকও মারা গিয়েছেন।

ঘরবন্দি ১৭ বছর

গত ১৭ বছর ধরে ছেলেকে টানা ঘরে বন্দি করে রাখলেন মা। কর্নাটকের লক্ষপুরা গ্রামের ঘটনা। ছেলেটির নাম কেশবমূর্তি। বয়স এখন ৩০ বছর। মায়ের নাম চৌদাম্মা। পুলিশ সূত্রে খবর, বিবাহ বিচ্ছেদের পর দেবদাসী হতে চেয়েছিলেন চৌদাম্মা। ছেলে ছিল পথের কাঁটা। তারই জেরে ১৯৯৫ সাল থেকে ছেলেক বন্দি রাখেন তিনি।

শীলাকে ডিম

দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের দিকে ডিম ছুড়ল প্রতিবাদীরা। নয়া মুন্তাফাবাদে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠানে মহিলারাই ছিল বেশি। “শীলা দীক্ষিত, হায়, হায়”, স্লোগানও তোলে তাঁরা। কিছু দিন আগে কালো পতাকাও দেখানো হয়েছিল তাঁকে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.