কুমোরটুলিতে ব্যস্ততা তুঙ্গে
নিজস্ব সংবাদদাতা |
আজ, সোমবার মহালয়া। তার আগে রবিবার ব্যস্ততা তুঙ্গে ছিল কুমোরটুলির শিল্পীদের ঘরে ঘরে। বৃষ্টি থেকে বাঁচাতে প্লাস্টিকের চাদরে ঢেকে প্রতিমা যেতে শুরু করেছে বিভিন্ন মণ্ডপে। অসমাপ্ত প্রতিমার কাজ শেষ করতে হচ্ছে ঘড়ির কাঁটা ধরে। ব্যস্ত কুমোরটুলির সাজশিল্পীরাও। ওঁদের কাজ প্রতিমার চাঁদমালা, শোলার সাজ, ডাকের সাজ সরবরাহ করা। ছোট-বড় জনা পঞ্চাশ এমন শিল্পী আছেন ওখানে। রবিবার দুপুরে ডানকুনিতে গেল একটি বড় প্রতিমা। শনিবার গভীর রাতে একটি প্রতিমা গিয়েছে লেক ভিউ রোডে। যাঁরা প্রতিমার বরাত দিয়েছেন তাঁরা তাগাদা দিচ্ছেন। গাড়ি নিয়ে কুমোরটুলির সামনে যাওয়ার উপায় নেই। নো-এন্ট্রি বোর্ড লাগিয়ে রয়েছে পুলিশি পাহারা। ভিতরে যেতে পারছে প্রতিমা নিতে আসা লরি। তার মধ্যেই প্রতিমা তৈরি দেখতে এসেছিলেন কয়েক জন বিদেশিনী। এক মৃৎশিল্পীর প্রতিমা তৈরির আড়তের সামনের ছাউনিতে বৃষ্টিতে পাড়ার দুই বন্ধুর সঙ্গে আশ্রয় নেওয়া এক যুবক বললেন, “তিনটি লরি নিয়ে এসেছি চার ঘণ্টা হয়ে গেল। জানি না, প্রতিমা নিয়ে ফিরতে পারব কি না।” |
শনিবার শহরের দুই প্রান্ত থেকে দু’টি মৃতদেহ মিলল। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ মেলে টালা থানা এলাকা থেকে। পুলিশ জানায়, মৃতের দেহে আঘাতের চিহ্ন ছিল। ময়না-তদন্তের প্রাথমিক রিপোর্টে তাঁর পেটে মিলেছে মদ। তপসিয়া রোডে খাল থেকে মেলে মতি মল্লিক (২৮) নামে এক যুবকের দেহ। |
এক মহিলাকে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে বৌবাজার থানায়। ওই মহিলা পুলিশকে জানান, শনিবার এক আত্মীয় তাঁকে কালীঘাট থানার টার্ফ রোডের এক বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। তাঁর ডাক্তারি পরীক্ষা হয়েছে। ওই আত্মীয় পলাতক। |