ল্যাপটপে ভিডিওটা দেখেই সন্দেহ জাগে ব্রিটিশ পুলিশের। তারই ভিত্তিতে এক আফগান জঙ্গিকে খুনের অভিযোগে ব্রিটেনের ৫ রয়্যাল মেরিনকে গ্রেফতার করা হল। আরও চার জনকে ধরা হয়েছিল। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। গত বছর আফগানিস্তানের হেলমন্দ প্রদেশের ঘটনা। তবে তদন্ত শুরু হয়েছে কয়েক সপ্তাহ আগে। সাম্প্রতিক কালের মধ্যে এই প্রথম কোনও ব্রিটিশ সেনাকে গ্রেফতার করা হল। তা-ও আবার খুনের অভিযোগে।
|
দু’জনেরই খোঁজ মিলেছিল একই জায়গায়। এক জন এখন কোথায়, কেউ জানে না। আর এক জনের দেখা মিলবে খুব শিগগিরি, জেনিভায়। প্রথমটি হল কোহিনূর মণি এবং দ্বিতীয়টি তারই জাতভাই ৭৬ ক্যারটের হিরে ‘আর্চডিউক জোসেফ’। গোলকোন্ডা খনিতে দু’জনেরই জন্ম। ১৯ শতকে হাঙ্গেরির এক প্রতাপশালী ব্যক্তির জিম্মায় ছিল স্ফটিকের মতো স্বচ্ছ এই দ্বিতীয় হিরেটি। সামনের মাসেই নিলামে উঠতে চলেছে জোসেফ। দড় হাঁকা শুরু হবে ১ কোটি ৫০ লক্ষ ডলার দিয়ে।
|
সরকারি ভবনে আগুন লাগিয়ে আত্মঘাতী হন ৬১ বছরের এক প্রৌঢ়। পুলিশ জানায়, লোকটি প্রথমে বাড়িটির ১৯ তলায় শিক্ষা মন্ত্রকের দফতরে ঢুকে লাইটার দিয়ে কাগজপত্রে আগুন লাগাতে শুরু করেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেই আগুনেই ঝাঁপ দেন তিনি। কেন এমন করলেন, জানা যায়নি।
|
নমাজ পড়ে বেরিয়ে আসার সময় গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন অন্তত ২০ জন স্থানীয় বাসিন্দা। নাইজিরিয়ার কাদুনায় এই ঘটনা ঘটে। |