টুকরো খবর
মৃত কর্মীর পরিবারকে ক্ষতিপূরণ
গ্যাস মুখোশ ছাড়া কাজ করার সময়ে মৃত কর্মীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে রাজি হলেন কারখানা কর্তৃপক্ষ। আইএনটিটিইউসি-র জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় রবিবার দাবি করেন, কর্তৃপক্ষ এক মাসের মধ্যে ৯ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছেন। কারখানার সিনিয়র জেনারেল ম্যানেজার অরুণ দাস বলেন, “প্রতাপাদিত্যবাবুর মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। মৃতের পরিবারকে ৯ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।” রাতুরিয়া-অঙ্গদপুর শিল্পতালুকের একটি বেসরকারি পিগ আয়রন কারখানায় বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ ফার্নেসের উপরে রোটারের একটি অংশ নির্দিষ্ট জায়গা থেকে সরে যাওয়ায় উৎপাদনে সমস্যা হচ্ছিল। সেটি ঠিক করতে যান তিন কর্মী প্রতাপাদিত্য চক্রবর্তী (৩৫), সুরজিৎ কোনার ও সন্তোষ দত্ত। তিন জনেই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালের পথে মৃত্যু হয় প্রতাপাদ্যিতবাবুর। ঘটনার পরে আইএনটিটিইউসি-র জেলা সভাপতি প্রভাতবাবু দাবি করেন, প্রতাপাদিত্যবাবুর পরিবারকে সাড়ে চার লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং পরিবারের এক জনকে চাকরি দিতে হবে। যদি পরিবারের কেউ চাকরি করতে রাজি না হন সেক্ষেত্রে মোট ৯ লক্ষ টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে বলে দাবি জানান তিনি। রবিবার প্রভাতবাবু দাবি করেন, কারখানা কর্তৃপক্ষ মৃতের পরিবারকে ৯ লক্ষ টাকা ক্ষতিপূরণের লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর দাবি, “এক মাসের মধ্যে এই অর্থ কারখানা কর্তৃপক্ষ তুলে দেবেন মৃতের স্ত্রী সুচন্দ্রাদেবী ও তাঁর সাড়ে তিন বছরের মেয়ের হাতে।”

নয়া অধ্যক্ষ রূপনারায়ণপুর পলিটেকনিক কলেজে
এক ছাত্রীকে ছাত্র সংসদ অফিসে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে যেখানে, সেই রূপনারায়ণপুর পলিটেকনিক কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে এলেন আসানসোল পলিটেকনিক কলেজের শিক্ষক অভিজিৎ দত্ত। কর্তব্যে গাফিলতির অভিযোগে রূপনারায়ণপুরের ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঋতুপর্ণ বসুকে সাসপেন্ড করেছে রাজ্যের কারিগরি শিক্ষা দফতর। গত মঙ্গলবার বিকেলে ওই পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীকে ছাত্র সংসদ অফিসে মাদক-পানীয়ে আচ্ছন্ন করে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার তাঁর বাবা টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের এক নেতা-সহ তিন ছাত্রছাত্রী, এক বহিরাগত যুবক ও কলেজের এক নিরাপত্তারক্ষীর নামে অভিযোগ দায়ের করেন। নিরাপত্তারক্ষী বিজয় যাদব ছাড়া বাকি অভিযুক্তেরা এখনও অধরা। এই ঘটনার তদন্তে পাঁচ জনের কমিটি গড়েছে কারিগরি শিক্ষা দফতর। কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায় বলেন, “ভারপ্রাপ্ত অধ্যক্ষের উচিত ছিল ঘটনার পরে আমাদের সব কিছু জানানো। কিন্তু তিনি তা করেননি। আমি মঙ্গলবার তদন্ত কমিটির রিপোর্ট হাতে পাব। তার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।” ঘটনার পরে ঋতুপর্ণবাবু বলেছিলেন, “আমি দায়িত্বে থাকাকালীন যখন এমন ঘটনার অভিযোগ উঠেছে, তার দায় আমার উপরেই বর্তায়।” তবে সাসপেন্ড হওয়ার পরে চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

জওয়ানের অপমৃত্যু
নিজের সার্ভিস রিভলবার থেকে মাথায় গুলি করে আত্মঘাতী হলেন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এক সিআইএসএফ জওয়ান। শনিবার গভীর রাতের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আর কে মহান্তি (২২)। বাড়ি ওড়িশার গঞ্জামে। বছর দুয়েক আগে তিনি এই চাকরিতে যোগ দেন। পুলিশ ও ডিএসপি সূত্রে জানা যায়, ডিএসপি-র একটি স্টোরে পাহারার দায়িত্বে ছিলেন ওই জওয়ান। সহকর্মীদের দাবি, রাত দেড়টা নাগাদ নিজের রিভলবার থেকে হঠাৎ মাথায় গুলি করে বসেন তিনি। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। কী কারণে হঠাৎ তিনি এমন করলেন তা নিয়ে সহকর্মীরা পুলিশকে তেমন কোনও সূত্র দিতে পারেননি। ডিএসপি সূত্রে জানা যায়, সরকারি প্রথা মেনে পরবর্তী পদক্ষেপ করা হয়েছে।

মারধর করে ছিনতাই অন্ডালে
বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে মার খেলেন ময়রা কোলিয়ারি এলাকার খনিকর্মী ইশ মহম্মদ। শনিবার রাতে ঘটনাটি ঘটে। অন্ডালের উখড়া ফাঁড়িতে তিনি অভিযোগ করেন, বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ির থেকে প্রায় ১ কিলোমিটার দূরে তাঁর রাস্তা আটকায় চার জন দুষ্কৃতী। মারধর করে তাঁর টাকাপয়সা, এটিএম কার্ড কেড়ে নেওয়া হয়। এ দিনই ওই ফাঁড়িতে খান্দড়ার বাসিন্দা উত্তম সাধু অভিযোগ করেন, খান্দড়া ও আমলোকার মাঝামাঝি এলাকায় দুষ্কৃতীরা তাঁকে আটকে নগদ টাকা, মোবাইল কেড়ে নেয়। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, এলাকায় অপরাধের ঘটনা বেড়েই চলেছে। অথচ পুলিশ কোনও সুরাহা করতে পারছে না।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.