চারটি প্রকল্পকে সিলিংয়ের চেয়ে বেশি জমি রাখার অনুমতি দিল রাজ্য সরকার। শনিবার মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার শিল্প সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই খবর জানিয়ে বলেন, “ওই চারটি সংস্থা তাদের প্রস্তাবিত শিল্পের বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) জমা দিয়ে ভূমি আইনের ১৪-ওয়াই ধারায় সিলিং বর্হিভূত জমি পাওয়ার অনুমতি চেয়েছিল। মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে তাদের আবেদন মঞ্জুর হয়েছে।”
যে চার সংস্থা অনুমতি পেয়েছে, তারা হল পাওয়ার গ্রিড কর্পোরেশন, এসিসি, এসপিএস এবং অঙ্কিত মেটাল অ্যান্ড পাওয়ার লিমিটেড। শিল্প দফতর সূত্রের খবর, প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বিদ্যুৎ সরবরাহ লাইন ও সাবস্টেশন করবে পাওয়ার গ্রিড কর্পোরেশন। তার জন্য ওই সংস্থাকে ১৮৯ একর জমি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। ৭০০ কোটি টাকা বিনিয়োগ করে খড়্গপুরে ৩৫০ একর জমিতে সিমেন্ট কারখানা বানাবে এসিসি। তাতে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ৫০০ কর্মসংস্থান হবে। শিল্পমন্ত্রী জানান, এসপিএস-এর প্রকল্পটি হবে পুরুলিয়ায়। সেখানে ৩০৭ একর জমির উপর ৫০০০ কোটি টাকা ব্যয়ে ইস্পাত প্রকল্প এবং ৪৫ মেগাওয়াটের নিজস্ব বিদ্যুৎকেন্দ্র গড়তে চায় ওই সংস্থা। এই প্রকল্পে দেড় হাজারের মতো কর্মসংস্থান হবে বলে দাবি। অঙ্কিত মেটালের প্রকল্পটি হবে বাঁকুড়ার ছাতনায়। তারা ১০৫০ কোটি টাকা বিনিয়োগে ১৭৬ একর জমিতে রোলিং মিল ও ৪৫ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র গড়বে। সংস্থাগুলির হাতে ইতিমধ্যে সব জমি রয়েছে বলে জানান শিল্পমন্ত্রী। বৈঠকে দিঘা-শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের সাড়ে তিন একর জমিতে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে (পিপিপি) একটি ‘হেল্থ ক্লাব ও স্পা’ তৈরির অনুমোদনও দেওয়া হয়। জমি দেবে উন্নয়ন কর্তৃপক্ষ। একটি বেসরকারি শিল্পগোষ্ঠী সেখানে পরিকাঠামো গড়বে। |