অর্থনীতি ধাক্কা খেয়েছে, তাই চিন-এর সরকার কর্মচারীদের ঢালাও ছুটি দিল। সাধারণ মানুষ আত্মহারা, বেড়াতে যাচ্ছেন, রেস্তরাঁয় খাচ্ছেন, দেদার খরচা করছেন। ব্যস, ভরে উঠছে সরকারের কোষাগার। এই তত্ত্বে: যত ছুটি, তত উন্নয়ন। সারা বচ্ছর ছুটি দিলে, অচিরে বিশ্বের ধনীতম দেশ। অচিন পদ্ধতিটি আছড়ে পড়ল এ রাজ্যেও। পুজোর সময় পেল্লায় ছুটি উন্নয়নেরই চতুর কৌশল। মাও বাদ, তা বলে চিন নেব না? চিনের চেয়ার-ছুটি আমাদের চেয়ার-ছুটি। |