মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেছিলেন, ত্রিফলা আলোর বরাত দেওয়ায় অনিয়ম হয়নি। তার দু’দিনের মধ্যেই পুর প্রশাসনের কাছে ওই সংক্রান্ত সব নথিপত্র চেয়ে পাঠাল সিএজি। পুর কমিশনার খলিল আহমেদকে লেখা ১০ অক্টোবরের চিঠিতে বলা হয়েছে, আগেও দু-দু’বার ত্রিফলা আলো সংক্রান্ত ফাইলপত্র ও বিল চেয়ে পাঠানো হয়েছিল। অডিটের কাজ আটকে রয়েছে। পুর কমিশনার যেন অবিলম্বে জরুরি কাগজপত্র অডিটর জেনারেলের অফিসে পাঠানোর জন্য ডিজি (আলো)-কে নির্দেশ দেন। কাগজপত্র না দেওয়া সম্পর্কে মেয়রের বক্তব্য, “আয়-ব্যয়ের হিসাব পুরো না হওয়ার আগে ওদের নথিপত্র দেওয়ার প্রশ্নই নেই।” পুরসভার বিরোধী দলনেত্রী সিপিএমের রূপা বাগচি বলেন, “নিজেদের কাজে স্বচ্ছতা থাকলে নথিপত্র দেওয়ায় বাধা কোথায় বুঝতে পারছি না।” পুরসভা সূত্রের খবর, ওই কাজের বিল ও ফাইলপত্র চেয়ে অগস্টের ১৭ তারিখ প্রথম চিঠি আসে অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিস থেকে। কোনও জবাব না পেয়ে ফের তারা চিঠি দেয় ১২ সেপ্টেম্বর।
|
যাত্রী নিগ্রহের অভিযোগে এক অটো চালককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম দেবাশিস সাহা। শনিবার রাতে তাঁকে খড়দহ থেকে গ্রেফতার করা হয়। ঘোলা থেকে অটোটিও আটক করে পুলিশ। শুক্রবার রাতে খুচরো নিয়ে বচসার জেরে ধৃত চালক মেরে এক যাত্রীর নাকের হাড় ভেঙে দিয়েছেন বলে অভিযোগ। ওই রাতে ঘটনাটি ঘটে বারাসত রোডে ঘোলা থানা এলাকার কাঠগোলা মোড়ে। বরুণ সাঁতরা নামে ওই যত্রী বিটি রোড সংলগ্ন রথতলার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। তাঁর নাকে অস্ত্রোপ্রচার করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টা নাগাদ বাবাকে নিয়ে সোদপুর মোড় থেকে অটোরিকশা করে বারাসত রোড ধরে বাড়িতে ফিরছিলেন বরুণবাবু। ঘোলা থানায় দায়ের করা অভিযোগে বরুণবাবু জানিয়েছেন, কাঠগোলা মোড়ে নামার পরে খুচরো নিয়ে তাঁর সঙ্গে অটোরিকশা চালকের কথা কাটাকাটি শুরু হয়। সেই সময়ে তাঁকে ওই চালক মারধর করেন বলে বরুণবাবুর অভিযোগ।
|
মেট্রোয় এসি ট্রেনের চাকা থেকে ধোঁয়া বেরিয়ে আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। মেট্রো রেল সূত্রে খবর, এ দিন বিকেলে শোভাবাজার স্টেশনে প্রথম বার ধোঁয়া বেরোনোয় ইঞ্জিনিয়াররা সেখানেই রেক মেরামতির কাজ করেন। কিন্তু গিরীশ পার্কে ট্রেন পৌঁছতে না-পৌঁছতেই আবার ধোঁয়া বেরোতে থাকে। শেষমেশ ওই ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পুজোর মুখে এমনিতেই মেট্রোয় ভিড় থাকছে। তা সামলাতেই এ দিন স্বাভাবিকের তুলনায় বেশি সংখ্যক ট্রেন চালানো হয়। আগামী শনিবারও বেশি সংখ্যক মেট্রো চলবে।
|
এক তরুণীর শ্লীলতাহানি করার অভিযোগে পাইকপাড়ার এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতের ঘটনা। শনিবার তিনি জামিনে মুক্তি পান। পুলিশ জানায়, ফুচকার দোকানে বচসার জেরে ওই যুবক অভিযোগকারিণীর গায়ে ফুচকার জল ঢেলে দিয়েছিলেন।
|
গিরীশ পার্ক এলাকায় স্কুটি চড়ে রাস্তা পার হওয়ার সময়ে গাড়ির ধাক্কায় মারা গেলেন উত্তরপ্রদেশের বাসিন্দা নীরজ গুপ্ত (৩১)। ওই এলাকায় তাঁর শ্বশুরবাড়ি।
|
শনিবার আহিরীটোলাঘাটে জোয়ারের সময় স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেলেন এক রিকশা চালক। নাম রঘু পাসোয়ান। |