রান্নার গ্যাসের নতুন সংযোগ দেওয়া বন্ধ হয়নি। শুক্রবার এ কথা জানাল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সম্প্রতি একই পরিবারে একাধিক এলপিজি সংযোগ বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্র। পাশাপাশি, পরিবার পিছু বছরে ৬টি সিলিন্ডার ভর্তুকি মূল্যে দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে, তার জন্য নতুন করে গ্রাহক পরিচিতির তালিকা তৈরি করছে সংস্থাগুলি। সেই কাজের জন্যই নতুন সংযোগ দেওয়ার ক্ষেত্রে সময় লাগছে। তবে আবেদনপত্র জমা নিলেও, বাড়িতে অন্য কোনও সংযোগ রয়েছে কি-না, সেই সমস্ত তথ্য বিচার করেই নতুন সংযোগ দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সংস্থাগুলি। ভর্তুকি সিলিন্ডার পেতে হলে এখন থেকে বাধ্যতামূলক ভাবে গ্রাহককে ডোমেস্টিক গ্যাস কনজিউমার কার্ড (ডিজিসিসি) দেখাতে হবে বলেও এ দিন নির্দেশ দিয়েছে তারা। এই কার্ড হারিয়ে গেলে, নতুন করে তা তৈরি করতে হবে। ২০১৩-র ৩১ মার্চ পর্যন্ত প্রতিটি সংযোগের ক্ষেত্রে তিনটি ভর্তুকি দেওয়া সিলিন্ডার মিলবে। তার পর থেকে প্রতি অর্থবর্ষে পাওয়া যাবে ৬টি ভর্তুকি সিলিন্ডার।
|
কলকাতার এস এন ব্যানার্জি রোডে একটি নয়া পোশাক বিপণি চালু করল ন্যাশনাল টেক্সটাইলস কর্পোরেশন। এখানে পোশাক কিনলে পুজো উপলক্ষে মিলবে বিশেষ ছাড়। সংস্থাটির পূর্বাঞ্চলের ম্যানেজিং ডিরেক্টর আর সি তিওয়ারি জানান, সম্ভার বাড়াতে তাঁরা বিভিন্ন পোশাক এবং বিপণন সংস্থার সঙ্গে চুক্তি করেছেন। পাশাপাশি, রাশা ব্র্যান্ড নামে বিছানার চাদর এবং তোয়ালেও এনেছে তারা।
|
যাদবপুরে একটি নতুন পরিষেবা কেন্দ্র চালু করতে চলেছে গোদরেজ লকিং সলিউশন্স অ্যান্ড সিস্টেমস। মহায়লার দিন সুরক্ষা নামের কেন্দ্রটি চালু হবে। এই কেন্দ্রটি থেকে দক্ষিণ কলকাতার নানা অঞ্চলে পরিষেবা দেবে সংস্থাটি। মিলবে ডুপ্লিকেট চাবি তৈরি-সহ বিভিন্ন পরিষেবা।
|
বিভা পদলকর এইচডিএফসি লাইফের এগ্জিকিউটিভ ডিরেক্টর ও চিফ ফিনান্সিয়াল অফিসার হয়েছেন। |