দক্ষিণ আফগানিস্তানে বিস্ফোরণে নিহত হয়েছেন ৩ গোয়েন্দা ও ২ জন পুলিশ। মারুফ জেলার গোয়েন্দা অফিসের চেকপয়েন্টের সামনে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হন তাঁরা। আহত আরও ৪ অফিসার। পার্শ্ববর্তী জাবুল প্রদেশে জোড়া বিস্ফোরণে নিহত হন ২ জন পুলিশ। রাস্তার পাশে পোঁতা মাইনেই উড়ে যায় তাঁদের গাড়ি। কন্দহরের মুখপাত্র জানান, সরকারকে দুর্বল করতেই বিভিন্ন সরকারি অফিসে হামলা করে বিদ্রোহীরা।
|
কলোরাডোয় ওবামার প্রচার অফিসে শুক্রবার গুলি চালানো হয়েছে। ডেনভার পুলিশের মুখপাত্র র্যাকেল লোপেজ জানান, ঘটনার সময় অফিসে বেশ কিছু লোক কাজ করছিলেন। যদিও কেউ হতাহত হননি। একটি জানলার ক্ষতি হয়েছে। যে গাড়ি থেকে গুলি চালানো হয়েছে, তার বিবরণ আছে পুলিশের কাছে। আরও তথ্যের সন্ধানে ভিডিও ফুটেজের পর্যালোচনা করছেন তাঁরা। ঘটনার সময় প্রেসিডেন্ট বারাক ওবামা ওয়াশিংটনে ছিলেন।
|
সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছে এক মদ্যপ ছাত্র। ঘটনার আগেই বাজি লড়ে সে ১৫ মিনিটে শেষ করেছিল এক বোতল রাম। বন্ধুরা তাঁকে ধরে বিছানায় শোয়াতে গেলে তাদের দিকে তেড়ে আসে সে। তার পরেই সে টাল সামলাতে না পেরে সিঁড়ি থেকে পড়ে যায়। ১৮ বছরের ওই ছাত্রের নাম টিমোথি জারভিস। এসেক্স বিশ্ববিদ্যালয়ের গণিতের ছাত্র ছিল সে।
|
দীর্ঘ ৬৭ বছর পর সম্মানিত হলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক মার্কিন সেনা। শুক্রবার তাঁকে ৯টি মেডেল দিয়ে সম্মানিত করা হয়। তাঁর নাম মন্ট্রাভিল লাইব্র্যান্ড। যদিও মন্টি নামেই বন্ধুদের মধ্যে বেশি পরিচিত তিনি।
|