ট্রেন থেকে ফেলে ছাত্রী খুনের নালিশ
নিজস্ব সংবাদদাতা • কালনা |
প্রেম-প্রস্তাবে রাজি না হওয়ায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শনিবার সকালে বর্ধমানের কালীনগর স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মেয়েটি মারা যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃতার নাম সুজয়া বসাক (১৭)। বাড়ি বর্ধমানের পূর্বস্থলীতে নসরতপুরের মধ্যপাড়ায়। সমুদ্রগড় উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল সে। তার পরিবারের অভিযোগ, গত সাত মাস ধরে গ্রামেরই যুবক সন্তু বসাক তাকে উত্ত্যক্ত করছিল। নাদনঘাটে সন্তুর মোবাইল সারানোর দোকান আছে। সুজয়া বারবার আপত্তি জানালেও সে নিরস্ত হয়নি। এ দিন সকালে নদিয়ার নবদ্বীপ থেকে টিউশন পড়ে তিন বান্ধবীর সঙ্গে ফিরছিল সুজয়া। সন্তুও সেই কামরায় ওঠে। তর্কাতর্কির পরে সে-ই ট্রেন থেকে সুজয়াকে ঠেলে ফেলে দেয় বলে তার বন্ধুরা বাড়ির লোকজনকে জানিয়েছে। টেলিফোনে খবর পেয়ে সুজয়ার পরিজনেরা গিয়ে কালীনগর স্টেশন থেকে রেললাইন ধরে হেঁটে গিয়ে এক জায়গায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। কালনা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। কিন্তু রেলের তরফে খবর না আসায় রেলপুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি। সন্ধ্যায় তৃণমূল এবং টিএমসিপি সমর্থকেরা কালনা জিআরপি অফিসে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। শেষে রাত ১০টা নাগাদ রেলপুলিশ খুনের অভিযোগ নেয়। সন্তুর বাবা, কাকা ও জ্যাঠার বিরুদ্ধেও ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে। তবে অনেক রাত পর্যন্ত কেউই গ্রেফতার হয়নি।
|
গত ডিসেম্বরে দলেরই নেতাকে খুনের অভিযোগে শনিবার কলকাতার কাঁকুড়গাছি থেকে কেতুগ্রামের তৃণমূল নেতা হারা শেখকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূল জানায়, তিনি বহিষ্কৃত। |