বর্ধমানের রূপনারায়ণপুরে পলিটেকনিক কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠার পরে দু’দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্তদের ধরতে পারেনি পুলিশ। তবে বিজয় যাদব নামে কলেজের যে নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়েছিল, শনিবার আসানসোল আদালতে তোলা হলে তাকে ৪০ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে নজরুল সেন্টিনারি পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রীকে ছাত্র সংসদ অফিসে মাদক-পানীয়ে আচ্ছন্ন করে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। |
দু’দিন হাসপাতালে কাটার পরে বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর বাবা পাঁচ জনের নামে অভিযোগ দায়ের করেন। তার মধ্যে বিজয় যাদব ছাড়াও টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের এক নেতা-সহ তিন ছাত্রছাত্রী এবং তৃণমূলের ছত্রচ্ছায়ায় থাকা এক বহিরাগত যুবকের নাম ছিল। শুক্রবার ছাত্রীটি আদালতে গোপন জবানবন্দি দেওয়ার পরে আরও এক ছাত্রের নাম তালিকায় যোগ হয়েছে।
অভিযুক্তদের ধরার দাবিতে এ দিন দুপুরে সিপিএমের ছাত্র-যুব-মহিলা সংগঠনের প্রায় শ’পাঁচেক সদস্য সমর্থক আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট অফিসে বিক্ষোভ দেখান। ডিসিপি (সদর) শীষরাম ঝাঝারিয়াকে একটি স্মারকলিপিও দেওয়া হয়। গণধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখায় টিএমসিপি-ও। ডিসিপি (সদর) বলেন, “বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।” ধৃত নিরাপত্তারক্ষীকে ২৩ নভেম্বর ফের আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে। |