টুকরো খবর
একশো দিনের কর্মীদের প্রতিবাদ
নানা দাবিতে শুক্রবার দফতরের জেলা অফিসের সামনে বিক্ষোভ দেখালেন একশো দিনের কাজ প্রকল্পের কর্মীরা। এমজিএনআরইজিএ এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এ দিন প্রতিবাদ দিবস পালন করে। জেলা পরিষদ চত্বরে শহিদ ক্ষুদিরাম পরিকল্পনা ভবনেই রয়েছে একশো দিনের কাজ প্রকল্পের জেলা অফিস। সকালে এখানেই বিক্ষোভ দেখানো হয়। মূলত চার দফা দাবিতে এই আন্দোলন। দাবিগুলির মধ্যে রয়েছে, সব কর্মীর ভাতা বৃদ্ধি, ৬০ বছর বয়স পর্যন্ত কাজের অধিকার, চুক্তি প্রথা বিলোপ ইত্যাদি। এ দিন বিক্ষোভে নেতৃত্ব দেন অন্তরা ভকত, শুভাশিস পাত্র, তাপস চন্দ প্রমুখ। সংগঠনের জেলা কমিটির এক সদস্য বলেন, “২০১১ সালের ডিসেম্বর থেকে প্রায় ১০ মাস আমরা জেলা থেকে রাজ্য দফতরের সকল গুরুত্বপূর্ণ আধিকারিকদের কাছে আমাদের বক্তব্য পেশ করেছি। মন্ত্রীর সঙ্গেও দেখা করেছি। কিন্তু, আমাদের নূন্যতম ভাতা বৃদ্ধি হয়নি।” সংগঠনের মতে, রাজ্য সরকারের অন্য দফতরের, এমনকী পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের অন্য বিভাগের চুক্তিভিত্তিক কর্মীদের সার্বিক মানোন্নয়ন ঘটছে। অথচ এই জনপ্রিয় প্রকল্পের কর্মীদের অবস্থা বর্তমান সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির বিচারে রীতিমতো সঙ্গীন। এর প্রতিবাদেই তাদের এই কর্মসূচি।

সিপিএমকর্মী পুলিশ হাজতে
শালবনি থানার গাড়রা থেকে ধৃত সিপিএম কর্মী জগদীশ মাহাতোকে ৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল মেদিনীপুর সিজেএম আদালত। শুক্রবার দুপুরে তাঁকে আদালতে হাজির করা হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে ওই গ্রাম থেকেই জগদীশকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, তাঁকে জিজ্ঞাসাবাদ করেই মাটি খুঁড়ে একসঙ্গে ২৭টি রাইফেল উদ্ধার করা হয়। পুলিশের আরও দাবি, ধৃত যুবকই তাদের জানিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে এলাকায় যে ‘সশস্ত্র’ ক্যাম্প ছিল, উদ্ধার হওয়া অস্ত্রগুলি সেই ক্যাম্পেরই। তৃণমূলের বক্তব্য, এক সময় জঙ্গলমহল জুড়ে সশস্ত্র শিবির তৈরি করেছিল সিপিএম। গাড়রাতেও একটি ক্যাম্প ছিল। ধৃত সিপিএম কর্মী এই ক্যাম্পেই থাকতেন। অভিযোগ উড়িয়ে সিপিএমের দাবি, ওইগুলি মাওবাদীদের ফেলে যাওয়া অস্ত্র। এখন এই সব অস্ত্র উদ্ধার করে ‘মিথ্যে’ মামলায় দলীয় কর্মী- সমর্থকদের নাম জড়ানো হচ্ছে।

ব্যবসায়ী খুনে ধৃত ৪
ব্যবসায়ী খুনে জড়িত অভিযোগে ৪ জনকে গ্রেফতার করল খড়্গপুর টাউন থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়। গত ২৯ জুলাই রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে গুলিতে মৃত্যু হয় রাধেশ্যাম গুপ্ত নামে ওই ব্যবসায়ীর। তাঁর বাড়ি খরিদায়। গুলিবিদ্ধ হয়েছিলেন বিট্টু সাহু নামে ওই ব্যবসায়ীর দোকানের এক কর্মীও। ঘটনাস্থলের অদূরে রাজ্য পুলিশের ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ) লক্ষ্মীনারায়ণ মিনা’র বাংলো। ওই ঘটনাতেই বৃহস্পতিবার রাতে মহেশ শর্মা, ভেক্টর রাও-সহ ৪ জনকে পুলিশ গ্রেফতার করে। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে ৩টি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ভোজালি উদ্ধার করা হয়েছে। খড়্গপুরের এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্যের বক্তব্য, “নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা এক ব্যবসায়ী খুনের ঘটনায় অভিযুক্ত।”

স্মরণসভা
প্রয়াত প্রত্নতাত্ত্বিক অশোক দত্তের স্মরণে সভা হল মোগলমারিতে। আয়োজক তরুণ সেবা সঙ্ঘ ও পাঠাগার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে মোগলমারি প্রত্ন-ক্ষেত্রটিতে ২০০৩ সাল থেকে দফায়-দফায় যে খননকার্য চলছিল, অশোকবাবু ছিলেন তার নেতৃত্বে। গত ৩১ জুলাই মারা যান তিনি। থাকতেন কলকাতার বেহালায়। এ দিনের অনুষ্ঠানে মোগলমারি প্রত্নক্ষেত্র উন্মোচনে তাঁর ভূমিকা, কাজ ও সাফল্য নিয়ে আলোকচিত্র প্রদর্শনী হয়। ছিলেন দাঁতন ১ ব্লকের বিডিও জ্যোতি ঘোষ, পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মন্মথ প্রধান প্রমুখ।

কৃষক বিক্ষোভ
খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের প্রতিবাদে শুক্রবার জেলাশাসকের দফতরের সামনে কালেক্টরেট মোড়ে বিক্ষোভ দেখায় সারা ভারত কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। নেতৃত্ব দেন প্রভঞ্জন জানা, স্বদেশ পড়্যা, বলরাম দাস প্রমুখ। বিক্ষোভ- কর্মসূচীর পাশাপাশি এদিন জেলাশাসকের কাছে এক স্মারকলিপিও জমা দেওয়া হয়। সংগঠনের বক্তব্য, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ এলে ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন।

তৃণমূলের সভা
কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে ও পঞ্চায়েত ভোটকে সামনে রেখে দলীয় সমর্থকদের উদ্বুদ্ধ করতে প্রকাশ্য সভা করল তৃণমূল। শুক্রবার দাঁতনে শুভেন্দু অধিকারীকে সামনে রেখে এই সভা হয়। সভায় হাজির ছিলেন তৃণমূল নেতা দীনেন রায়, প্রদ্যোৎ ঘোষ, শ্রীকান্ত মাহাতো, অজিত মাইতি, বিক্রম প্রধান প্রমুখ। এ দিন দাঁতন গ্রামীণ হাসপাতালের সামনে থেকে সরাইবাজারে সভাস্থল পর্যন্ত মিছিলও করে তৃণমূল। প্রায় কয়েক হাজার মানুষের জমায়েত হয়েছিল।

বিজ্ঞান পরীক্ষা
মেদিনীপুর কলেজ সেন্টার ফর সায়েন্টেফিক কালচার, আইএপিটি ও সায়েন্স সেন্টারের মিলিত উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বিজ্ঞান প্রতিভা সন্ধান পরীক্ষা নেওয়া হবে আগামী শনিবার। উদ্যোক্তাদের তরফে অধ্যাপিকা তনুশ্রী পাল ঘোষ জানান, ছাত্রছাত্রীদের বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ। তিন হাজার ছাত্রছাত্রী পরীক্ষায় বসবেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.