টুকরো খবর
ব্যবসায়ী নিখোঁজ
ব্যবসার কাজে পাঁচ দিন আগে পটনা গিয়ে নিখোঁজ হলেন বেলুড়ের এক ব্যবসায়ী। পরিজনদের দাবি, বৃহস্পতিবার থেকে দফায় দফায় বাড়িতে ফোন করে আট লক্ষ টাকা চাইছেন ওই ব্যবসায়ী। আর কিছু জানাচ্ছেন না তিনি। পরিজনদের আশঙ্কা, তাঁকে আটকে মুক্তিপণ চাওয়া হচ্ছে। রাতেই অপহরণের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানায়, মুকেশ চৌধুরী নামে ওই ব্যবসায়ী সোমবার পটনা রওনা হন। পৌঁছে বাড়িতে জানালেও আচমকা যোগাযোগ বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার ফোনে মেয়েকে টাকা নিয়ে পটনায় যেতে বলেন মুকেশবাবু। শুক্রবার জানান, টাকা না আনলে অপহরণকারীরা তাঁকে মেরে ফেলবে। পরিবারের দাবি, এর পরে যোগাযোগ করা যায়নি তাঁর সঙ্গে। পুলিশের একটি দল শুক্রবার পটনা গিয়েছে। হাওড়ার ডিসি (সদর) নিশাত পারভেজ বলেন, “তদন্ত শুরু হয়েছে।”

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মৃত্যু
ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গেই বুঝতে পারেন, ভুল ট্রেনে উঠেছেন। ওই অবস্থাতেই লাফিয়ে নামতে গিয়ে বাতিস্তম্ভে ধাক্কা লেগে মৃত্যু হল এক কলেজ ছাত্রের। শুক্রবার দুর্ঘটনাটি ঘটে ব্যান্ডেল স্টেশনে। রেল পুলিশ জানায়, মৃতের নাম মহম্মদ শাহিদ (২০)। বাড়ি ঝাড়খণ্ডে। তিনি হুগলির একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে দ্বিতীয় বর্ষে পড়তেন। থাকতেন উত্তরপাড়ার একটি মেসে। এ দিন ব্যান্ডেল থেকে ভুল করে নৈহাটি লোকালে উঠে পড়েছিলেন তিনি। জখম ওই ছাত্রকে রেলপুলিশ চুঁচুড়া হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উত্তরপাড়ার নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। বিকেলে তাঁর মৃত্যু হয়। দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে।

পুনর্মিলন উৎসব
প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসব হয়ে গেল চন্দননগরের খলিসানি কলেজে। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য, কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ক্ষিতিকুমার সরকার, সাংসদ রত্না দে নাগ প্রমুখ। ছাত্রছাত্রীদের জন্য তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের পক্ষ থেকে কলেজ গ্রন্থাগারে ২৫ হাজার টাকার বই দেওয়া হয়।

বাক্স রহস্য
ছবি: মোহন দাস।
খুলল বাক্স, বেরোল লুঙ্গি। বৃহস্পতিবার সন্ধে থেকে আরামবাগ বাসস্ট্যান্ডে বেওয়ারিশ এই টিনের বাক্সটিকে ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। রাতভর বাক্স ঘিরে ছিল পুলিশি পাহারা। শুক্রবার সকাল ৯টা নাগাদ আসেন বম্ব স্কোয়াডের সদস্যেরা। বাক্স খুলে মেলে লুঙ্গি, সিলিং ফ্যানের অংশ! বাক্সের মালিকের খোঁজ করছে পুলিশ।

দুষ্কৃতী গ্রেফতার
—নিজস্ব চিত্র।
দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে ১৯০টি প্রাচীন ধাতব মুদ্রা উদ্ধার করল পুলিশ। একটি পাইপগানও মিলেছে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে আরামবাগের কড়ুই গ্রামে। পুলিশ জানায় ধৃতদের নাম, রতন মণ্ডল ও বাপ্পা দলুই। মুদ্রাগুলি মুঘল আমলের বলে অনুমান। সেগুলি সম্পর্কে বিস্তারিত খোঁজ করতে বিশেষজ্ঞদের কাছে পাঠিয়েছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.