|
|
|
|
ধৃত ছয় জঙ্গি |
দরগায় আগুন লাগায় লস্কর জঙ্গিরাই |
নিজস্ব সংবাদদাতা • শ্রীনগর |
লস্কর-ই-তইবার বদগাম জেলার কম্যান্ডার এবং তার পাঁচ সঙ্গীকে আজ গ্রেফতার করল পুলিশ। ২০১০ সালে সুফি দস্তগির সাহেবের দরগায় তারাই আগুন লাগিয়েছিল বলে পুলিশ দাবি করেছে।
পুলিশ জানায়, গোয়েন্দাদের কাছে আগাম খবর ছিল বদগাম জেলার একটি মোবাইল টাওয়ারে আগুন লাগিয়ে নাশকতার ছক কষেছে জঙ্গিরা। সেই সূত্র ধরেই গত সপ্তাহে সন্দেহভাজন এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। ওই যুবককে জিক্ষাসাবাদ করার পরই তার থেকে ছ’জন জঙ্গির খোঁজ পায় পুলিশ।
পুলিশ সূত্রে খবর, লস্কর-ই তইবার বদগাম জেলা কম্যান্ডারের নাম জাহুর আহমেদ খান ওরফে জুবাইর। বাকি পাঁচ জনের অন্যতম ফারুক আহমেদ মির ওরফে ওমর।
পুলিশ জানিয়েছে, মিরের স্বীকারোক্তি থেকেই জানা গিয়েছে, জাহুর আহমেদের সঙ্গে সে পাকিস্তানে যায়। পাকিস্তানে লস্কর-ই তইবার নেতা ওয়ালিদের সঙ্গে মিরের দেখা হয়। ওয়ালিদ তাদের কাশ্মীরের মুসলিম পীঠস্থানগুলোতে আগুন লাগাতে নির্দেশ দিয়েছিল।
কাশ্মীরের মানুষকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলার উদ্দেশ্যেই আগুন লাগাতে বলেছিল ওয়ালিদ।
সিনিয়র পুলিশ সুপার উত্তম চন্দ জানিয়েছেন, গত ১৫ জুলাই বদগামের বাবা হানিফুদ্দিনের দরগা ও একটি মসজিদেও লস্কর-ই তইবার এই দলটিই আগুন লাগিয়েছিল। তিনি আরও জানান, আগুন লাগানোর ক্ষেত্রে প্রতিবারই কেরোসিন তেল ব্যবহার করেছিল তারা। দুই শতাব্দী প্রাচীন এই দরগায় ২০১০ সালের ২৫ জুন ভোরের প্রার্থনার পর হঠাৎ আগুন লাগে। তখন আগুন লাগার কারণ জানা যায়নি। |
|
|
|
|
|