আগামী ৪৮ ঘণ্টা এখনও সঙ্কটজনক। পাকিস্তানের লড়াকু কিশোরী মালালা ইউসুফজাইকে দেখে আজ সেনা হাসপাতালের চিকিৎসকরা এমনটাই জানিয়েছেন। তার শারীরিক অবস্থা সন্তোষজনক হলেও আরও দু’দিন বিপদের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন তাঁরা। পেশোয়ারের হাসপাতাল থেকে গত কালই রাওয়ালপিন্ডির হাসপাতালে নিয়ে আসা হয়েছে মালালাকে। তবে এখনও সংজ্ঞা ফেরেনি তার। মস্তিষ্কের কয়েকটি অংশে ক্ষতি হওয়ায় এমন হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মালালার উপরে হামলাকে ‘ইসলামবিরোধী’ আখ্যা দিয়ে পাকিস্তানের ৫০ জন সুন্নি ধর্মগুরু তালিবানের বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন। শুক্রবারকে ‘নিন্দাদিবস’ ঘোষণা করেছেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের ওই ধর্মগুরুরা। তাঁদের বক্তব্য, “ইসলাম কখনও মেয়েদের পড়াশোনায় বাধা দেয় না। তালিবান জঙ্গিরা ইসলামের নিয়ম-নীতি অমান্য করেছে।” মেয়ে হয়েও সে পড়াশোনা করতে চায় বলে তালিবান জঙ্গিরা মালালার উপরে হামলা চালিয়েছিল। একই সঙ্গে দাবি করেছিল মালালা ধর্মনিরপেক্ষ এবং পশ্চিমী মনোভাবাপন্ন। ধর্মগুরুরা বলেছেন, ইসলাম কোনও নিরীহ মানুষের প্রাণহানিও সমর্থন করে না। এরই মধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে ওই হামলার সূত্রে। তবে হামলার মূল চক্রী আতাউল্লা এখনও নিখোঁজ।
|
জ্যাকপট জিতল লাস ভেগাস। ‘সিন সিটি’র পনেরো কোটি মানুষ দেখে ফেলেছে রাজকুমার হ্যারির নগ্ন ভিডিও। আর তাতেই উঠে এসেছে ২৩০ লক্ষ ডলার।
|
এক চুমুকেই সাবাড় ৫৫০০ পাউন্ড। ভাবছেন কী? বিশ্বের সব চেয়ে দামি ককটেল। লন্ডনের প্লে বয় ক্লাবের এই ককটেলে মিশেছে ফরাসি বিপ্লবেরও পুরনো উপকরণ।
|
দু’বছরের শিশুকে হুইস্কি দিল রেস্তোরাঁ। এই কাণ্ড তার জন্মদিনের পার্টিতে। পরে ছেলেকে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে দেখে ছেলেকে দেওয়া পানীয় চেখে দেখেন মা। ক্ষমা চেয়েছে রেস্তোরা।
|
অবাক কাণ্ড! চোর ফেরত দিয়ে গেল তাঁর ‘উপার্জনে’র সাইকেল। সেই সঙ্গে একটা চিঠি “আমি অনুতপ্ত, দশ ডলার রেখে গেলাম, তালাটা কিনে নেবেন।”
|
সহপাঠীর মুখে অ্যাসিড ছুড়ল পিএইচ ডি ছাত্র। গবেষণাগারে এই কাণ্ড ঘটায় এই চিনা ছাত্র। আহত ছাত্রও চিনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই জখম ছাত্র। |