২১ দিন পরে পরিত্যক্ত খনিতে মিলল দেহ |
একুশ দিন পরে পরিত্যক্ত খনি থেকে মিলল নিখোঁজ যুবকের দেহ। বিকাশ মণ্ডল (২৮) নামে ওই যুবকের বাড়ি কাজোড়া গ্রামে। শুক্রবার তাঁর বাড়ির অদূরে একটি পরিত্যক্ত খনি থেকে সংশ্লিষ্ট খনিকর্মীদের সঙ্গে কয়েক জন স্থানীয় বাসিন্দা খনিতে নেমে তাঁর দেহ উদ্ধার করেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ২১ সেপ্টেম্বর বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি বিকাশ। বিস্তর খোঁজাখুঁজি করে দু’দিন পর তাঁর বাবা স্বপন মণ্ডল থানায় একটি নিখোঁজ ডায়রি করেন। তার দু’দিন পর ওই খনির পাশ থেকে বিকাশবাবুর ব্যবহৃত জামা, প্যানকার্ড এবং এটিএম কার্ড পাওয়া যায়। এর পর স্বপনবাবু অন্ডাল থানায় তাঁর ছেলেকে খুনের মামলা দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ দু’জনকে আটক করে। খনির ভিতরেই মৃতদেহ রয়েছে, এমন আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা সাত দিন পর কাজোড়া বহুলা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। এ দিন ওই খনিতে জল কমে যাওয়ায় সংশ্লিষ্ট খনি কর্মীদের সঙ্গে জনা কয়েক স্থানীয় বাসিন্দা খনিতে নেমে বিকাশবাবুর মৃতদেহ উদ্ধার করেন। পুলিশ জানায়, দেহ ময়না-তদন্তের জন্য দুর্গাপুর হাসপাতালে পাঠানো হয়েছে। মূল অভিযুক্তের খোঁজ চলছে।
|
চাঁদা না দিতে চাওয়ায় প্রহৃত চালক, অবরোধ |
চাহিদা মতো চাঁদা না দেওয়ায় রাজ্য সড়কে এক গাড়িচালককে ‘মারধর’ করার প্রতিবাদে রাস্তা অবরোধ করলেন গাড়িচালকেরা। শুক্রবার সকালে পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে ঘটনাটি ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে বসুধা গ্রামের সামনে স্থানীয় কয়েক জন দুর্গাপুজোর চাঁদা তুলছিলেন। মেমারি থেকে আলু বোঝাই একটি লরি নিয়ে যাচ্ছিলেন চালক রাম রায় পাণ্ডে। তাঁর কাছে একশো টাকা চাঁদা দাবি করেন স্থানীয় কিছু লোকজন। তিনি পঞ্চাশ টাকা দিতে রাজি হন। অভিযোগ, এর পরে চাঁদা আদায়কারীদের কয়েক জন তাঁকে কিল-চড়-ঘুষি মারতে শুরু করে। ছুটে আসেন অন্যান্য গাড়িচালকেরা। বেগতিক দেখে পালায় তারা। এর পর অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ শুরু করেন গাড়ি চালকেরা। প্রায় ঘণ্টাখানেক পরে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দোষীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ ওঠে। এর জেরে কিছুক্ষণের জন্য রাস্তায় যানজট তৈরি হয়।
|
নিখোঁজ হওয়ার পাঁচ দিন পরে গাছ থেকে এক দিনমজুরের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানায়, মৃতের নাম অজিত গড়াই (৪৫)। শুক্রবার বাঁকশিমুলিয়ায় তাঁর দেহ মেলে। মৃতের পরিবারের তরফে বুধবার একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন অজিতবাবু। |