|
|
|
|
পুজোর হাওয়া |
|
|
• ১৯৪৭-এ পুজার সুচনা করেন বিখ্যাত বাঘ শিকারী কুমুদকান্তি মুখোপাধ্যায়, বলাই ঘোষেরা। রথ যাত্রার দিন কাঠামো পুজা করে নিজস্ব মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। শামুকতলা দুর্গাবাড়ির পুজোর এ বার ৬৬ বছর। এলাকার এটিই সবথেকে পুরনো পুজো। |
|
• শামুকতলা চালহাটির পুজা নজর কাড়বে, দাবি উদ্যোক্তাদের। তিন বছর এই পুজা ব্লকে শ্রেষ্ঠ পুজোর শিরোপা পেয়েছে। নজরকাড়া প্যান্ডেল, আলোকসজ্জার পাশাপাশি দর্শনার্থীদের স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ সম্পর্কে সচেতন করতে বিশেষ কর্মসুচি হাতে নিয়েছেন উদ্যোক্তারা। |
|
• অরুণাচল প্রদেশের লাইজং পাহাড়কে প্যান্ডেলে তুলে আনছে কামাখ্যাগুড়ি সংলগ্ন তেঁতুলতলা দুর্গাপুজা কমিটি। প্রকৃতিক দৃশ্য ভরা ১৫০ ফুট চওড়া ও ২০০ ফুট লম্বা প্যান্ডেল হচ্ছে। গুহায় তৈরি হচ্ছে ১১ ফুট প্রতিমা। এবার ২১তম বর্ষ। |
|
রায়গঞ্জ, কোচবিহার, বালুরঘাট জলপাইগুড়িতে ছবি তরুণ
দেবনাথ, হিমাংশুরঞ্জন দেব, অমিত মোহান্ত, সন্দীপ পালের। |
|
|
|
|
|