উৎসবের সাজশয্যা
পুজোর আগে ঘর সাজানোয় খরচ করতে যাঁদের আপত্তি নেই, তাঁরা নতুন ফার্নিচার কিনে বা কার্পেন্টারকে দিয়ে তৈরি করিয়ে নিতেই পারেন। কিন্তু তা করতে না চাইলে আসবাব এক রেখেও অল্প কিছু অদলবদল করে লুক পাল্টে ফেলা যায়। অল্প সময়ের মধ্যে রং করানোর চেষ্টা না করিয়ে বরং পর্দা, কুশন কভার, ডোর হ্যাঙ্গিংগুলোয় উজ্জ্বল রং ব্যবহার করুন। বেডরুমে অনেক রঙের সমাহার চাইলে বেডস্প্রেড, বেডশিট, ব্ল্যাঙ্কেট, বালিশের ঢাকায় কালারফুল লিনেন ব্যবহার করতে পারেন। উৎসবের মেজাজ বলে বাঙালিদের অন্দরসাজে এই সময় লাল বা হলুদের সঙ্গে সাদার কম্বিনেশন প্রাধান্য পাওয়া উচিত। শোওয়ার ঘরের ফার্নিচার যদি গাঢ় রঙের হয়, তা হলে তার সঙ্গে মানানসই সফট ফার্নিশিং (পর্দা, বেডকভার, কুশন কভার) ব্যবহার করতে হবে। ফুল উৎসবের অঙ্গ। তাই ফ্যাব্রিকের মধ্য দিয়ে সেই ফুলের হালকা ছোঁয়া ঘরে আনতে পারলে খুব ভাল লাগে। বেডশিট, মাটিতে পাতার হালকা ম্যাট বা দরি ও বিছানার ওপর কুশন কভার-এ কাশ বা শিউলির মতো ফ্লোরাল প্রিন্ট তো ব্যবহার করাই যায়। সঙ্গে শোওয়ার ঘরের দেওয়ালেও বিভিন্ন প্রদেশের রংবেরঙের ডেকর আইটেম সাজিয়ে দিতে পারেন। তবে এ সময়টার জন্য কোনও গাঢ় রঙের ফ্যাব্রিক বাছবেন না যেন।
পুজোর দিন ক’টা কাজকর্ম ভুলে থাকার সময়। তাই বেডরুমের একধারে পড়ে থাকা ওয়ার্কস্পেস-এর অংশটুকুকে এ সময় ব্যবহার করতে পারেন ফুল, মোমবাতি বা দিয়া দিয়ে সাজানোর জন্য। এর সঙ্গে পুজোর ক’দিন বেডরুমে ছোট ছোট স্টুল বা চেয়ারের ব্যবস্থা করতে পারেন। ব্যস, বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডার জায়গা তৈরি। ডার্ক উডেন হেডবোর্ড এবং নাইটস্ট্যান্ড ঘরে যে আভিজাত্যের ছোঁয়া আনতে পারে, তার কোনও তুলনাই হয় না। পুজোর আগে এ ধরনের কাঠের আসবাবগুলো একটু পালিশ করিয়ে নিন। আলোর জন্য বেডসাইড ল্যাম্পগুলোতে রংবেরঙের শেড ব্যবহার করতে পারেন।
বাচ্চাদের ঘরে কিন্তু আসবাবগুলো একটু নাড়াচাড়া করার দরকার আছে। কারণ ছুটির দিনে বন্ধুবান্ধবদের নিয়ে হই হই করতে হলে ফ্লোরের অনেকটা জায়গাই ফাঁকা রাখতে হবে। মাটিতেই বরং বসার জায়গা বানিয়ে দিন। না হলে বিন ব্যাগও রেখে দিতে পারেন। ছুটির মুডটাকে ধরে রাখতে ওয়ালপেপার-এর মধ্যে দিয়ে ঘরেই তুলে আনুন একটা আস্ত খেলার মাঠ। অথবা পছন্দের আইকনদের পোস্টার সাজিয়ে রাখুন দেওয়ালে।
ছবি: উর্বশী বসু



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.