|
|
|
|
|
মেঘচুল, হার দুল |
সাজগোজে চুল বড় চিন্তা। কী ভাবে, ঠিক কোন অলঙ্কারে, খোলা না ‘মেসি’? উফ্! একটি উপায়।
অনিরুদ্ধ প্রথমে মডেলের চুলকে তিন ভাগে ভাগ করে নিলেন। ফ্রন্ট সেকশন ক্রাউন ও লেয়ারস। এই তিনটি পৃথক সেকশন বা ভাগে বিভক্ত করে নিলে চুল ঠিক শেপে আনা সম্ভব। প্রতিটি ভাগে গার্ডার দিয়ে চুল এমন ভাবে বাঁধলেন, যাতে প্রতিটি ভাগ ঠিক জায়গায় থাকে। মাঝখানের অংশটিকে টং করা হল। বাকি দু’টো ভাগে কাঁটা দিয়ে আটকানো হল। এ বার সমস্ত চুলটিকে এক দিকে নিয়ে একপেশে খোঁপা বা বান করে নিতে পারেন, চুলটা একটু কার্লি করে খুলেও রাখতে পারেন। |
|
বানটিতে এবং মাথার অন্য দিকে অ্যাসর্টেড ক্লিপস, স্টোন ফিটিং পেনডেন্ট, স্টোন ফিটিং ক্লিপ দিয়ে পাইল-আপ করা হল। এই সমন্বয়ের (পাইল আপ) বিষয়টিতে আপনি নিজে ক্রিয়েটিভ হয়ে উঠতে পারেন। স্টোনের পরিবর্তে বিডসের মালাকে দু’তিনটে প্যাঁচে জড়িয়ে নিলেও ভাল লাগবে। সঙ্গে টারকোয়েজ দুল, অল্প অ্যাকসেসরি। সমস্ত চুলটিকে ঠিক জায়গায় রাখতে কিন্তু আপনাকে নিজেকে বুঝে কাঁটা লাগাতে হবে।
|
মেক-আপ: অনিরুদ্ধ চাকলাদার, কেশবিন্যাস: নূর আলম, স্টাইলিং: স্যান্ডি,
মডেল: রিয়া, ছবি: আশিস সাহা, সাক্ষাৎকার: কস্তুরী মুখোপাধ্যায় ভারভাদা |
|
|
|
|
|