স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করেছে বাসন্তীর শ্রীশ্রী রামকৃষ্ণ শিক্ষা নিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। শিবির চলবে ১১-১৩ অক্টোবর। শিবিরে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
|
উলুবেড়িয়া ব্লক আইএনটিইউসি-র পক্ষ থেকে রবিবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। তিন জন চিকিৎসক ৬০ জনের স্বাস্থ্য পরীক্ষা করেন। শিবিরটি হয় উলুবেড়িয়া ইন্সটিটিউট হলে।
|
মশা নিয়ন্ত্রণে প্রতিটি পুরসভায় গড়ে উঠুক ভেক্টর কন্ট্রোল ইউনিট এমনটাই চায় স্বাস্থ্য দফতর। তবে এ জন্য পুরসভাকে প্রস্তাব পাঠাতে হবে। বৃহস্পতিবার বিধাননগর পুর-ভবনে এক অনুষ্ঠানে এ কথা জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধাননগরে এ বছর ডেঙ্গির প্রকোপ বৃদ্ধিকে মাথায় রেখে পুরসভা একটি ‘পতঙ্গ বিশারদ ও ভেক্টর কন্ট্রোল ইউনিট’ তৈরির ইচ্ছা প্রকাশ করে। চন্দ্রিমাদেবী বলেন, “প্রস্তাব পাঠালে মুখ্যমন্ত্রীর কাছে অনুমতি নেওয়া হবে।” |