টুকরো খবর
গণপ্রহারে মৃত্যু
মাথাভাঙা সাঁতরে এপারে চুরি করতে এসে গণপিটুনিতে মৃত্যু হল এক বাংলাদেশি দুষ্কৃতীর। মৃতের নাম আলম হোসেন (৩৫)। বাড়ি বাংলাদেশের জামালপুরে। বুধবার রাতে হোগলবেড়িয়ার চরমেঘনা গ্রামের ওই ঘটনার পর চারজন গ্রামবাসীকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে তারকাঁটার ওপারের গ্রাম চরমেঘনার একটি বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান চলছিল। ফলে গভীর রাত পর্যন্ত গ্রামের মানুষ জেগেছিলেন। তাছাড়াও রোজকারের মত সীমান্তের ওই গ্রামে পাহারা দিচ্ছিল জনাকয়েক গ্রামবাসী ও বিএসএফ। রাত এগারোটা নাগাদ গ্রামের অনিল মণ্ডলের বাড়িতে চুরি করতে ঢোকে বাংলাদেশের পাঁচজনের একটি দুষ্কৃতী দল। বাড়ির লোকের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশি, গ্রামের মানুষ ও বিএসএফ। চারজন পালিয়ে গেলেও গ্রামবাসীরা একজনকে ধরে ফেলেন। তারপর ওই দুষ্কৃতীকে মারধর করাতে ঘটনাস্থলেই মারা যায় সে। পুলিশ জানিয়েছে, মাথাভাঙা পেরিয়ে ওই বাংলাদেশি দুষ্কৃতীরা চরমেঘনাতে চুরির উদ্দেশ্যেই এসেছিল। মৃত আলম হোসেন একজন দাগি দুষ্কৃতী। এর আগেও বেশ কয়েকবার এপারে এসে সে চুরি ডাকাতি করে গিয়েছে। তবে আলমকে পিটিয়ে মারার ঘটনায় চারজন গ্রামবাসীকে গ্রেফতার করা হয়েছে।

ধর্ষণ, কারাদণ্ড
নাবালিকাকে ধর্ষণের দায়ে প্রতিবেশি এক যুবককে সাত বছরের কারাদন্ডের নির্দেশ দিলেন কৃষ্ণনগর ফাস্ট ট্র্যাক আদালতের (তৃতীয়) বিচারক ফতেমা ইয়াসমিন। বৃহস্পতিবার তিনি এই রায় ঘোষণা করেন। সরকার পক্ষের আইনজীবি প্রদীপকুমার সরকার বলেন,‘‘২০০৬ সালের ৮ ডিসেম্বর কোতয়ালির চাঁদমারি বসন্তপুর গ্রামের সুজিৎ বিশ্বাস নামে এক যুবক প্রতিবেশি এক নাবালিকাকে ধর্ষণ করে। ওই নাবালিকার বাবা ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেন।’’

লরির ধাক্কায় মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নাম হারুণ অল রশিদ (৬৮)। বাড়ি রামেশ্বরপুর গ্রামে। বুধবার সন্ধ্যার ঘটনা। পুলিশ জানিয়েছে, আরএসপির কর্মী ওই ব্যক্তি দলীয় সমর্থকদের সঙ্গে বুধবার সকালে বেলডাঙা-১ নম্বর ব্লকে স্মারকলিপি দিতে যান। ফেরার পথে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর বড়ুয়া মোড়ে একটি লরি পিছন থেকে তাঁকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাত ১০ টা নাগাদ তিনি মারা যান।

তালা ভেঙে চুরি
ঘরের তালা ভেঙে দুষ্কৃতীরা সোনা-রুপোর গয়না ও বেশ কিছু নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে। বুধবার রাতে রানাঘাট শহরের পাইকপাড়া এলাকার ঘটনা। বাড়ির মালিক মৃগাঙ্ক রায় একটি বেসরকারি সংস্থার নিরাপত্তাকর্মী। বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে দেখেন ঘরের তালা ভাঙা। ভিতরে সবকিছু লন্ডভন্ড অবস্থায় রয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই দিন বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

যুবতীর দেহ উদ্ধার
অজ্ঞাত পরিচয় এক যুবতীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে কোতয়ালির জালালখালি এলাকার একটি কলাবাগানে বছর চব্বিশের ওই যুবতীর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ওই যুবতীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ স্পষ্ট নয়।

বিএডের ফল প্রকাশ কল্যাণীতে
আজ, শুক্রবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিএড পরীক্ষার ফল প্রকাশ হবে। ২৬টি কলেজের এ বার মোট পরীক্ষার্থী ছিলেন ৩ হাজার ২৯ জন। এ খবর জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহের নিয়ামক বিমলেন্দু বিশ্বাস বলেন, “শুক্রবার বিকেল ৪ টার সময় বিশ্ববিদ্যালয় থেকে মার্কশিট ও গেজেট দেওয়া হবে।”

অস্ত্র-সহ ধৃত ১
পাইপগান-সহ গ্রেফতার হয়েছে যুবক। ধৃতের নাম এলেমবক্স। বাড়ি শিমুলতলা গ্রামে। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে এলেমের বাড়িতে হানা দিয়ে তাকে জেরে করতেই সে মাটির তলা থেকে ওই অস্ত্র বার করে দেয়। একটি কার্তুজও উদ্ধার হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.