টুকরো খবর
বিক্রি বাড়ল তাঁত মেলায়
পশ্চিম মেদিনীপুর জেলা তাঁত মেলায় বিক্রি হল ১ কোটি ৯০ লক্ষ ৭৪ হাজার ৭৭৭ টাকার শাড়ি! প্রতি বছরের মতো এ বারও পশ্চিম মেদিনীপুর জেলা তাঁত মেলার আয়োজন করেছিল হস্ত তাঁত উন্নয়ন দফতর। জেলা পরিষদ প্রাঙ্গণে এই মেলা হয়। ১৩দিন পর বুধবারই শেষ হয়েছে মেলা। মেলা শেষে দেখা গেল, চলতি বছরে ১ কোটি ৯০ লক্ষ ৭৪ হাজার ৭৭৭ টাকার শাড়ি বিক্রি হয়েছে মেলায়। পশ্চিম মেদিনীপুর জেলা হস্ত তাঁত উন্নয়ন আধিকারিক কাননকুমার পাল বলেন, “যত দিন যাচ্ছে আমাদের জেলার এই তাঁত মেলা ততই আকর্ষণীয় হয়ে উঠছে। ফলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন স্টল দিতে আগ্রহ দেখাচ্ছেন। নানা ধরনের শাড়ির পসরা থাকায় ক্রেতারাও ভিড় বাড়াচ্ছেন। ফলে বিক্রি বেড়েই চলেছে।” ২০০৯ সালের তাঁত মেলায় বিক্রি হয়েছে ১ কোটি ৪৭ লক্ষ ৪ হাজার ৪২ টাকার। পরের বছর তা বেড়ে দাঁড়ায় ১ কোটি ৫৫ লক্ষ ৩০ হাজার ৫৩৩ টাকা। অর্থাৎ ৮ লক্ষ টাকার কিছু বেশি বিক্রি হয়। ২০১১ সালে বিক্রি হয় ১ কোটি ৫৮ লক্ষ ৩৯ হাজার ১৮৩ টাকা। এ বার গতবারের তুলনায় ৫০ লক্ষ টাকারও বেশি বিক্রি হয়েছে।

বৃদ্ধি কমছে গাড়ির যন্ত্রাংশ শিল্পেও
দেশ জুড়ে গাড়ি বিক্রিতে মন্দা। ফলে বৃদ্ধির গতি শ্লথ হচ্ছে গাড়ির যন্ত্রাংশ শিল্পেও। চলতি অর্থবর্ষে ওই হার ৮-১০ শতাংশে নামতে পারে বলে আশঙ্কা এই শিল্পের সংগঠন অটোমোটিভ কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (এসিএমএ)-এর। ২০১১-’১২ অর্থবর্ষে গাড়ির যন্ত্রাংশ শিল্পের উন্নয়ন সংক্রান্ত এক পর্যালোচনায় তারা জানিয়েছে, গাড়ি বাজারে মন্দার গ্রহণ লাগায় ওই বছরেই শিল্পটিতে লগ্নি কমে দাঁড়ায় প্রায় ৮,৩২০-৯,৮৮০ কোটি টাকা। বৃদ্ধির হারও কমে হয় ১৫.৭%। যা এ বছর ৮-১০% হতে পারে। কারণ চড়া জ্বালানির দাম, সুদ, মূলধন সংগ্রহের বাড়তি খরচ, পরিকাঠামোয় লগ্নির মন্থর গতি গাড়ি শিল্পের আকাশ কালো মেঘে ঢেকেছে। ফলে ভুগছে তারা।

ইউনিনর থেকে হাত গুটোচ্ছে ইউনিটেক
অবশেষে টেলিনর এবং ইউনিটেকের মধ্যে টানাপোড়েনের অবসান। টেলিকম ক্ষেত্রের যৌথ উদ্যোগ ইউনিনরে তাদের হাতে থাকা ৩২.৭৫% শেয়ারই টেলিনরের কাছে বিক্রি করার কথা জানাল ইউনিটেক। ইউনিনরের পরিচালন পর্ষদ থেকেও নিজেদের প্রতিনিধি সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে তারা। এর ফলে পরিষ্কার হল দেশে অন্য সংস্থার সঙ্গে টেলিনরের যৌথ উদ্যোগ তৈরির পথ। নরওয়ের সংস্থাটি জানিয়েছে, অন্য সংস্থার সঙ্গে জোট বেঁধে নয়া টেলি পরিষেবা সংস্থা হিসেবেই আসন্ন টু-জি লাইসেন্স নিলামে অংশ নেবে তারা। সমস্যা শুরু ফেব্রুয়ারিতে। ইউনিনরের ২২টি লাইসেন্স বাতিলের পরেই। তখনই টেলিনর জানায়, এই যৌথ উদ্যোগ ভাঙতে চায় তারা। ইউনিটেক প্রতিবাদে আদালতে যায়। শেষ পর্যন্ত আপসে বিরোধ মেটাল তারা।

কেজি বেসিনের তেল
এপ্রিলের আগে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের কেজি বেসিন থেকে তোলা তেলের দাম বাড়ানো হবে না, জানাল মন্ত্রক। তা হলে ভর্তুকি বাড়বে। ওই দাম ১০ লক্ষ ব্রিটিশ থার্মাল ইউনিটে ৪.২ ডলার।

ঘুরে দাঁড়াল সূচক
এস অ্যান্ড পি-র মূল্যায়ন কমানোর হুমকির একদিনের মাথায়ই ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। ওই হুমকি নিয়ে তেমন চিন্তার কারণ নেই, অর্থমন্ত্রী পি চিদম্বরমের এই আশ্বাসে ভর করে বৃহস্পতিবার সেনসেক্স বেড়ে যায় প্রায় ১৭৪ পয়েন্ট।

ফের কমলো রফতানি
বিশ্ব বাজারে মন্দা না-কাটায় রফতানি সেপ্টেম্বরে কমলো আরও ১০.৭৮%। টানা ৫ মাস কমে তা দাঁড়াল ২৩৬৯ কোটি ডলার। তবে ৪ মাস কমার পর আমদানি বেড়েছে ৫%। ফলে বাণিজ্য ঘাটতি বেড়ে ছুঁল ১৮০০ কোটি ডলার।

শর্মার কাছে আইকিয়া
কেন্দ্রীয় শিল্পমন্ত্রী আনন্দ শর্মার সঙ্গে দেখা করল সুইডেনের আসবাব সংস্থা আইকিয়া। এফডিআই নিয়ে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংস্থার দক্ষিণ এশীয় প্রধান জেসিকা অ্যান্ডেরেন মন্ত্রীর সঙ্গে কথা বলেন।

বাজারদর

(৫ কেজি, সব দাম টাকায়)
কাঁচালঙ্কা (বুলেট) ১২০-১৩০   পেঁয়াজ (বেঙ্গালুরু) ৬৫
পেঁয়াজ (নাসিক) ৪০   ঝিঙে ৬০
পটল ৫৫-৭০   বেগুন (বড়) ১০০-১৩০
উচ্ছে ১২০-১৪০   করলা ৬০-৭০
ঢেঁড়স ৫৫-৬৫   টম্যাটো ৭০-৭৫
আলু (৫০ কেজি বস্তা) ৫৬০   - -



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.