টুকরো খবর
নিম্নমানের কাজের নালিশ
একশো দিনের কাজ প্রকল্পে তৈরি একটি ঢালাই রাস্তার মান নিয়ে অভিযোগ উঠল খয়রাশোল পঞ্চায়েতের লাউবেড়িয়া গ্রামে। অভিযোগের তদন্ত চেয়ে ইতিমধ্যেই ওই গ্রামের বাসিন্দাদের একাংশ খয়রাশোলের বিডিও-র কাছে আবেদন জানিয়েছেন। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গ্রামের মহামায়া মন্দির থেকে অমূল্য ঘোষ নামে এক বাসিন্দার বাড়ি পর্যন্ত ৯০.৫ মিটার দীর্ঘ একটি ঢালাই রাস্তা তৈরি হয়েছে। বিতর্ক সেই রাস্তাটি ঘিরেই। স্থানীয় বাসিন্দা সৌমেন সামন্ত, চিণ্ময় মণ্ডলদের দাবি, “১০০ দিনের কাজ প্রকল্পে তৈরি হলেও সেটি আত্যন্ত নিম্নমানের হয়েছে।” যদিও খয়রাশোল পঞ্চায়েতের উপপ্রধান ভূপেন ঘোষ অভিযোগ মানেননি। তিনি বলেন, “নিয়ম মেনেই কাজ হয়েছে। আসলে প্রস্তাবে ওই রাস্তাটির ১৩৩ মিটার ঢালাই করার কথা থাকলেও কাজে নেমে দেখা যায় রাস্তাটির ৯০.৫ মিটার ঢালাই করলেই সমস্যা মিটে যাচ্ছে। ফলে কম কাজ করায় আনুপাতিক হারে কম টাকা ও কম কাঁচামাল লেগেছে। কিন্তু গ্রামের কিছু মানুষের মনে হয়েছে, ১৩৩ মিটারের কাজের টাকা তোলা হবে। সেই নিয়ে একটা ভুল বোঝাবুঝি থেকেই এই ধরনের আভিযোগ উঠছে।” খয়রাশোলের বিডিও মহম্মদ ইসরার বলেন, “অভিযোগ পেয়েছি। ব্লকের এক ইঞ্জিনিয়রকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”

চুরির প্রতিবাদে মিছিল সিপিএমের
শহর ও মহকুমায় বেড়ে চলা চুরি না আটকে বা কিনারা না করে পুলিশ নিরপরাধীদের ভুয়ো মামলায় গ্রেফতার করছে এই অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল করল সিপিএম। বৃহস্পতিবার সকালে সিপিএমের শহর কমিটি ও রামপুরহাট ১ জোনাল কমিটির পক্ষ থেকে রামপুরহাটে ওই মিছিল হয়। পরে সিপিএম রামপুরহাটের পাঁচ মাথা মোড়ে কিছু ক্ষণ পথ অবরোধও করে। মিছিলে যোগ দিয়েছিলেন সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ব্রজ মুখোপাধ্যায়, জেলা কমিটির সদস্য সঞ্জীব বর্মন, আখতাবুস জামান, শিবদাস লেট প্রমুখ। ব্রজবাবুর অভিযোগ, “পুলিশ নিষ্ক্রিয় হয়ে পড়েছে। চুরির ঘটনার কিনারা না করে নিরীহ খেটে খাওয়া পরিবারের লোকেদের, এমন কী মাধ্যমিক পরীক্ষার্থীকেও গ্রেফতার করছে।”

ছাত্রীকে ডাকল তদন্ত কমিটি
বিশ্বভারতীর ‘নিগৃহীতা’ গবেষণা-প্রার্থী ছাত্রীর সঙ্গে আগামী ১৩ অক্টোবর কথা বলার সিদ্ধান্ত নিল তদন্ত কমিটি। পাশাপাশি অভিযুক্ত শিক্ষক ও বিভাগের অন্যন্যদের সঙ্গেও কথা বলবে কমিটি। বৃহস্পতিবার উপাচার্যের দফতরে একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বভারতীরই একটি সূত্রের খবর, অভিযোগকারী ছাত্রী ও তাঁর পরিবারকে শনিবার বিশ্বভারতীতে আসার বিষয়ে ই-মেলে জানিয়েও দেওয়া হয়েছে। অন্য দিকে, ঘটনার খবর প্রকাশ্য আসার পর বিশ্বভারতীর বেশকিছু ছাত্র-ছাত্রী এই বিষয়ে কথা বলতে চেয়ে উপাচার্যকে চিঠি দিয়েছেন।

আনন্দমেলা
আজকের দিনে পড়াশোনার দৌড়ে সামিল ছাত্রছাত্রী থেকে শিক্ষকশিক্ষিকা। তার থেকে মুক্তি পেতে রবীন্দ্র-দর্শনই একমাত্র অবলম্বন। বৃহস্পতিবার বোলপুর হাইস্কুলের ‘আনন্দমেলা’ অনুষ্ঠানের উদ্বোধন করতে এমনটা বলেন বোলপুরের সিপিএম সাংসদ রামচন্দ্র ডোম। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের ছবির পাশাপাশি বিভিন্ন মডেল প্রদর্শিত হয়।

স্মারকলিপি
দুবরাজপুরের বিডিও-কে বৃহস্পতিবার ১৩ দফা দাবিতে স্মারকলিপি দিল সারাভারত ফরওয়ার্ড ব্লকের দুবরাজপুর লোকাল কমিটি। দুবরাজপুরের বিডিও কুণাল বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার এক্তিয়ারভুক্ত বিষয়গুলি দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

বাইক চুরি
বাড়ির ভেতর ঢুকে মূল দরজার তালা ভেঙে একই বাড়ি থেকে এক রাতে দু’টি বাইক চুরি গেল। বুধবার রাতে নলহাটি কলেজ মোড় এলাকার ঘটনা। পুলিশ তদন্ত শুরু করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.