টুকরো খবর |
বধূহত্যায় যাবজ্জীবন
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
বধূহত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানার নির্দেশ দিল দুর্গাপুর আদালত। অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। পুলিশ জানায়, অন্ডালের পরাশকোলের বাসিন্দা সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ২০০৮-এর ২৭ জানুয়ারি বিয়ে হয় ভাতারের মাহাতা গ্রামের পাপিয়ার (২৭)। ২০০৯-এর ১৪ জুলাই শ্বশুরবাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয় তাঁর। পাপিয়ার বাবা হারাধন গোস্বামী সুপ্রিয়বাবু, মেয়ের শ্বশুর তরুণ বন্দ্যোপাধ্যায় শাশুড়ি লেখা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। ময়নাতদন্তের রিপোর্টে পুলিশ জানতে পারে, শ্বাসরোধ মৃত্যু হয়েছে পাপিয়ার। দুর্গাপুর আদালতে মামলা শুরু হয়। বুধবার বিচারক সুপ্রিয়বাবুকে দোষী সাব্যস্ত করেন। বৃহস্পতিবার সাজা ঘোষণা করা হয়। সরকারি আইনজীবী বশিষ্ঠ নারায়ণ ঠাকুর জানান, পাপিয়াদেবীর শ্বশুর-শাশুড়িকে বেকসুর খালাস করা হয়েছে।
|
কারখানায় বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
নির্দিষ্ট দিনে বেতনের দাবিতে মঙ্গলপুর শিল্পতালুকে একটি বেসরকারি কারখানায় চার ঘণ্টা উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন কর্মীরা। তাঁদের অভিযোগ,এ নিয়ে বারবার জানিয়েও ফল হচ্ছে না। কারখানা কর্তৃপক্ষ জানায়, আলোচনার মাধ্যমে বিষয়টি মেটানো হবে।
|
জয়ী তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল গার্লস কলেজে পরিচালন সমিতির ভোটে ৫-১ ফলে জিতলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। তৃণমূল শিক্ষা সেলের (আসানসোল) চেয়ারম্যান মুকুল ঘটক জানান, ৩৪ বছর পরে সিপিএমের হাতছাড়া হল এই পরিচালন সমিতি। |
|