হাসপাতালে স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবার উন্নতির দাবিতে স্মারকলিপি দিল ডিওয়াইএফআই ও এসএফআই। বুধবার ১২টা থেকে প্রায় দেড় ঘণ্টা হাসপাতাল সুপারকে ঘেরাও করে স্মারকলিপি দেয় তারা। ডিওয়াইএফআইয়ের আলিপুরদুয়ার শহর ২ নম্বর লোকাল কমিটির সম্পাদক অরিন্দম নিয়োগী বলেন, “হাসপাতালে তুলো থেকে শুরু করে স্যালাইন সহ বিভিন্ন সরঞ্জাম রোগীর আত্মীয়দের বাইরে থেকে কিনতে হচ্ছে।” এসএফআইয়ের জেলা কমিটির সদস্য সুদীপ দত্ত অভিযোগ করেন, এক শ্রেণির চিকিৎসকদের মদতে হাসপাতালে দালাল রাজ চলছে। ওয়ার্ডের গেটে সর্বক্ষণ নিরাপত্তারক্ষী থাকার কথা থাকলেও তা নেই। সুপার সুজয় বিষ্ণু বলেন, “বিষয়গুলি খতিয়ে দেখে যথাযত ব্যবস্থা নেওয়া হবে।”
|
স্বাস্থ্যমেলা
নিজস্ব সংবাদদাতা • কাকদ্বীপ |
পঞ্চায়েত সমিতি ও ব্লক স্বাস্থ্য দফতরের পরিচালনায় রবিবার কাকদ্বীপ মহাবিদ্যালয়ের মাঠে এক স্বাস্থ্যশিবির হয়ে গেল। সাংসদ তহবিলের অর্থে ওই শিবিরে প্রায় তিন হাজার মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবিরে চক্ষু পরীক্ষা, রক্ত পরীক্ষা, ইসিজি-র ব্যবস্থা ছিল। স্বাস্থ্য বিষয়ক এক ম্যাজিক শো এবং আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মহকুমাশাসক অমিত নাথ, বিধায়ক মণ্টুরাম পাখিরা, বিডিও অভিজিৎ চৌধুরী, কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সুপার উজ্জ্বলেন্দু বিকাশ মণ্ডল, সাংসদ সিএম জাটুয়া প্রমুখ।
|
চারপাশে চাপের ফলে মানসিক ব্যাধিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ ব্যাপারে সচেতনতা প্রসারে বুধবার, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে বারাসতে মিছিল ও আলোচনাচক্রে অংশ নেন মনোবিদ, চিকিৎসক ও সাধারণ মানুষ। উদ্যোক্তা ছিল ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট সাইকিয়াট্রি। চিকিৎসক গৌতম সাহা বলেন, “সাধারণকে সচেতন করতেই এই আয়োজন।” |