সাজছে মালবাজার
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
পুজোর আগে সাজছে মালবাজার। পুরসভার উদ্যোগে মালবাজারের ষ্টেশন রোড চওড়া করার কাজ শুরু হয়েছে। স্টেশন রোড চওড়া করা হবে। পুরপ্রধান সুপ্রতিম সরকার বলেন, “স্টেশন রোডকে আড়াই মিটার চওড়া করা হচ্ছে। পুজোর আগেই কাজ শেষ হবে।” |
বাসে বোমাতঙ্ক
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
জয়গাঁ-রায়ডাক রুটের একটি যাত্রীবাহী বাসে পরিত্যক্ত স্কুলব্যাগ ঘিরে বুধবার সন্ধ্যায় বোমাতঙ্ক ছড়ায়। সলসলাবাড়ি সংলগ্ন ৩১ নং জাতীয় সড়কে গদাধর সেতুতে ঘটনাটি ঘটেছে। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া জানিয়েছেন, কিছুক্ষণের জন্য সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। |
স্ত্রী’কে খুনে যাবজ্জীবন
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
স্ত্রীকে খুনের অপরাধে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার জলপাইগুড়ি জেলা আদালতের ফাস্ট ট্র্যাক দ্বিতীয় কোর্টের বিচারক স্বদেশ রায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিন হাজার টাকার জরিমানার নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০৭ সালে ময়নাগুড়ির পেটকাটি এলাকার বাসিন্দা জোৎস্না রায়কে খুনের অভিযোগ ওঠে স্বামী শ্যামল রায়ের বিরুদ্ধে। |
পরপর দুদিন হানা দিয়ে ধূপগুড়ির বেশ কিছু গ্রাম থেকে ১৩টি কম্পিউটার, একটি জেরক্স মেশিন উদ্ধার করল পুলিশ। চারজনকে পুলিশ গ্রেফতার করেছে। |
জাতীয় সড়কের ধার থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বুধবার ভোরে মালবাজার থানার ওদলাবাড়ির চেল নদী লাগোয়া ৩১ নম্বর জাতীয় সড়কের ধার থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতের নাম সঞ্জয় মাঝি (২০)। তাঁর বাড়ি ওদলাবাড়ি সংলগ্ন মানাবাড়ি চা বাগানে। |