বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার হলে মৃত্যু ছাত্রের
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
পরীক্ষার হলে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানবিদ্যা বিভাগের চতুর্থ সেমেস্টারের এক ছাত্রের মৃত্যু হয়েছে। নাম দেবাশিস সোরেন (২১)। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের চন্দ্রকোনায়। বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে প্রাকটিক্যাল পরীক্ষার জন্য সকাল সাড়ে দশটা নাগাদ ওই ছাত্র হস্টেল থেকে বার হয়ে পরীক্ষাগারে যান। সেখানে কয়েকজন সহপাঠীর সঙ্গে কথা বলার সময় হঠাৎ পড়ে যান দেবাশিস সোরেন নামের ওই ছাত্র। তড়িঘরি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসককে ডেকে পাঠানো হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। বিশ্ববিদ্যালয়ের সহকারী মেডিক্যাল অফিসার কৌশিক চট্টোপাধ্যায় বলেন, “মাটিতে পরে যাওয়ার সঙ্গে সঙ্গেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ছাত্রটি।” বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজকুমার সান্যাল বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। ওই ছাত্রের বাড়িতে খবর দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে মৃতদেহ বাড়ি নিয়ে যাওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত একটি শববাহী যানেরও ব্যবস্থা করা হয়েছে। মৃতদেহের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আধিকারিক ও মৃত ছাত্রের কয়েকজন সহপাঠীও যাবেন।”
|
যাবজ্জীবন
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
এক কংগ্রেস কর্মীকে খুনের দায়ে বুধবার কান্দি মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পিনাকীরঞ্জন ঝাঁ আট জনকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছেন। সরকারী আইনজীবী সুনীল চক্রবর্তী জানান, ২০১১ সালের ৪ অক্টোবর খড়গ্রাম থানার রামচন্দ্রপুর গ্রাম সংলগ্ন রাস্তায় কংগ্রেস কর্মী সমীরণ মণ্ডলকে লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতী প্রথমে বোমা ছোড়ে। পরে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়। ওই ঘটনায় সমীরণের দাদা জগৎপতি মণ্ডল ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ৮ জনকে ধরে। বাকিরা পলাতক। সাক্ষী গ্রহণের পর এদিন আদালত ধৃত ৮ জনকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেয়।
|
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর। নাম নরেন সোম (৪৫)। বাড়ি দেবগ্রামে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে ওই ব্যক্তি ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে পলাশী থেকে দেবগ্রামে আসছিলেন। কালীগঞ্জ মোড়ে একটি লরি ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।
|
গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। নাম বাদল মালি (৫১)। বাড়ি কৃষ্ণগঞ্জ থানার সত্যনগরে। বুধবার সকালে তাঁকে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি আমবাগানে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, পারিবারিক অশান্তির জেরেই আত্মঘাতী হয়েছেন তিনি। |