পুজোর ফ্রেম |
|
রবীন্দ্রনগর
সর্বজনীন দুর্গাপুজো |
|
ঠিকানা: রবীন্দ্রনগর/ মেদিনীপুর।
বয়স: ৪৩তম বর্ষ।
ভিড় টানতে: থিম ‘একটু শান্তির খোঁজে’।
থাইল্যান্ডের হোয়াইট টেম্পলের আদলে মণ্ডপ। ভিতরে শৈল্পিক কারুকাজ।
সাবেক প্রতিমা। মণ্ডপ থেকে প্রতিমাসবেতেই শান্তির বার্তা।
খরচাপাতি: প্রায় ৬ লক্ষ টাকা বাজেট। |
|
|
|
কোমর বেঁধে: পুজোর ভাবনায় নতুনত্ব আনার চেষ্টা করি। সেই ভাবনা থেকেই এ বার ‘শান্তি’র থিম। পুজোর ক’টা দিন এলাকার সকলেই মণ্ডপে আসেন। শুধু মণ্ডপ নয়, আশপাশের পরিবেশও সাজিয়ে রাখি আমরা।
শুভজিৎ মণ্ডল
পুজো উদ্যোক্তা |
|
নবীন চোখে: পুজোর ক’টা দিন খুব আনন্দ করি। অনেকটা সময় বান্ধবীদের সঙ্গে মণ্ডপেই কেটে যায়। নতুন পোশাক পরে সকলের সঙ্গে ঠাকুর দেখার মজাই আলাদা। কী ভাবে দিনগুলো কেটে যায়, টের পাই না।
আলোলিকা মোহান্তি
স্কুল ছাত্রী |
|
|
|
প্রবীণ চোখে: শুরু থেকেই এই পুজোর সঙ্গে আছি। একটা সময় খড়ের চালা বেঁধেও পুজো হয়েছে। তখন পুজো ঘিরে এত জৌলুস ছিল না ঠিক। আনন্দ-উদ্যমে অবশ্য কোনও কমতি ছিল না কখনওই।
দণ্ডধর দে তুঙ্গ
জেলা পরিষদের প্রাক্তন কর্মী |
|
|