গ্রেফতার পাঁচ চোরাশিকারি
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
সিআইডি ও সেনাবাহিনীর হাতে ধরা পড়ল ৫ চোরাশিকারি। উদ্ধার হল একটি গন্ডারের খড়্গ। কাজিরাঙা উদ্যান সূত্রে খবর, বিশ্বনাথ চারিয়ালির ঘাট থেকে সেনাবাহিনী চার চোরাশিকারিকে আটক করে। তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গ্রেফতার হওয়া শিকারিদের মধ্যে দু’জন মণিপুরি। অন্য দিকে, মিসার নিজোরিগাঁও থেকে সিআইডির হাতে ধরা পড়ে আবদুল খালেক নামে এক শিকারি। তার কাছ থেকে গন্ডারের একটি খড়্গ উদ্ধার হয়েছে।
|
হাতির দেহ
নিজস্ব সংবাদদাতা • গয়েরকাটা |
খুঁটিমারি জঙ্গলের পাশে গরাতি নদীর ধার থেকে মিলল একটি হাতির দেহ। মঙ্গলবার গভীর রাতে টহলদারির সময় দেহটি দেখতে পান বনকর্মীরা। বুধবার ১২ বছর বয়সী মৃত স্ত্রী হাতিটির দেহ উদ্ধার হয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, হাতিটির পিছনেপ বাঁ পায়ে চোট ছিল। পাঁকে আটকে থাকা অবস্থায় তার ক্ষত বিষিয়ে ওঠে। তাল রাখতে না পেরে ক্রমে দল থেকেও পিছিয়ে পড়েছিল সে।
|
পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা • মাদারিহাট |
প্রতি রাতে হাতির হানায় অতিষ্ঠ তিন গ্রামের কয়েকশো বাসিন্দা মাদারিহাট-টোটোপাড়া পূর্ত সড়ক অবরোধ করলেন। বুধবার সকাল ৮টা থেকে বিকাল পর্যন্ত মাদারিহাট ব্লকের উত্তর খয়েরবাড়ি, মধ্য খয়েরবাড়ি ও পূর্ব খয়েরবাড়ির বাসিন্দারা ওই অবরোধ করেন। বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন জলদাপাড়া ও ধুমচির জঙ্গলের হাতির পালে গ্রামে ঢুকে ফসল ও ঘর বাড়ি নষ্ট করলেও বন দফতর ব্যবস্থা নিচ্ছে না।
|
বাসন্তীর ঝড়খালিতে সোমবার ধরা পড়েছিল বাঘিনিটি। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের দক্ষিণ ২৪ পরগনার ডিএফও লিপিকা রায় জানিয়েছিলেন, বাঘিনিটিকে পরীক্ষা করা হচ্ছে। সব ঠিক থাকলে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বুধবার দুপুরে কলসদ্বীপের কাছে ছাড়া হয় বাঘিনিটিকে।
|
জার্মানির চিড়িয়াখানায় ভালুকের ভূরিভোজ। ছবি: এএফপি |
|