টুকরো খবর |
ধর্ষণ রুখতে খাপকে সমর্থন চৌটালার |
সংবাদসংস্থা • চণ্ডীগঢ় ও কাটিহাল |
ধর্ষণ বন্ধ করতে হরিয়ানার খাপ পঞ্চায়েত যে উপায় বাতলেছে, তাকে সমর্থন করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালা। তবে এ দিনও কাটিহাল জেলায় এক দলিত মেয়েকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে রাকেশ এবং পবন নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে রাজ্যে এক মাসে ১৫টি ধর্ষণের ঘটনা সামনে এল। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় চিন্তিত প্রশাসন। ধর্ষণ আটকাতে খাপ পঞ্চায়েতের এক সদস্য সুবে সিংহ প্রস্তাব দিয়েছিলেন, ছেলে-মেয়েদের ১৬ বছরের আগেই বিয়ে দেওয়া হোক।” এ দিন বাড়তে থাকা ধর্ষণের প্রতিবাদে রাজ্যপাল জগন্নাথ পাহাড়িয়ার হাতে স্মারকলিপি তুলে দেন ভারতীয় জাতীয় লোক দল (আইএনএলডি) নেতা চৌটালা। তিনি বলেন, “খাপ পঞ্চায়েতের প্রস্তাবে আমার পূর্ণ সমর্থন রয়েছে। এটাই মেয়েদের রক্ষা করার উপায়।” ধর্ষণকে ‘মোগল অত্যাচারের’ সঙ্গে তুলনা করে তিনি আরও বলেন, “আমাদের অতীত থেকে বিশেষ. করে মোগল আমল থেকে শিক্ষা নিতে হবে। মোগল অত্যাচার থেকে বাঁচানোর জন্য সে যুগে লোকেরা কম বয়সে মেয়ের বিয়ে দিয়ে দিতেন।” গত কাল হরিয়ানার জিন্দ জেলায় আত্মঘাতী ধর্ষিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। সেখানে তিনি জানিয়েছিলেন, খাপ পঞ্চায়েত নয়, আইনের ব্যাপারটি দেখবে বিচারব্যবস্থা। সনিয়ার এই মন্তব্যের পরের দিনই চৌটালা খাপকে সমর্থন করায় বিষয়টিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। রাজ্যে ধর্ষণের ঘটনা বাড়তে থাকায় এ দিন রাজ্যের শাসক দল কংগ্রেসের তীব্র সমালোচনাও করেন চৌটালা। সনিয়াকে কটাক্ষ করে তিনি বলেন, “যে দিন সনিয়া জিন্দে আত্মঘাতী ধর্ষিতার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন, সে দিনই রাজ্যে চারটি ধর্ষণের অভিযোগ নথিভুক্ত হয়েছে।”
|
পুলিশ ক্যাম্পের অদূরে উদ্ধার ৩ ল্যান্ডমাইন |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
সীতামঢ়ীর স্পেশাল টাক্স ফোর্স (এসটিএফ) শিবিরের কাছে মাওবাদীদের পোঁতা তিনটি ল্যান্ড মাইন উদ্ধার করল পুলিশ। গত কাল সকালে সীতামঢ়ীর মহেন্দ্রবাদা গ্রামে এই ল্যান্ডমাইন পাওয়া যায়। মাওবাদী নেতা সুহাগ পাসোয়ানের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ওই ল্যান্ডমাইন উদ্ধার করেছে। পটনার স্পেশাল টাক্স ফোর্স গুজরাত থেকে সম্প্রতি সুহাগ পাসোয়ানকে গ্রেফতার করেছে। সুহাগের গ্রেফতার, তাদের বড় ধরনের সাফল্য বলে বিহার পুলিশের দাবি। সুহাগ পাসোয়ানের বিরুদ্ধে রাজ্যের চারটি জেলায় অন্তত ২৪টি গুরুতর অভিযোগ আছে। এর আগে মাওবাদীদের এত বড় মাপের নেতাকে বিহার পুলিশ গ্রেফতার করতে পারেনি। সুহাগকে গুজরাত থেকে পটনায় নিয়ে আসার পরে ৮ তারিখে তাকে পূর্ব চম্পারণের আদালতে তোলা হয়। আদালত চার দিনের জন্য তাকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে। পুলিশ ইতিমধ্যে সুহাগ পাসোয়ানকে নানা ভাবে জেরা করে বেশ কয়েকজনের নাম এবং ল্যান্ডমাইনের ব্যাপারে জানতে পারে। সেই অনুযায়ী পূর্ব চম্পারণের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার সিংহের নেতৃত্বে সুহাগকে নিয়ে কাল সীতামঢ়ী জেলায় যায় পুলিশ। রুহি-সহিদপুর থানা এলাকার মহেন্দ্রবাদা গ্রামে রাস্তার নীচে পুঁতে রাখা তিনটি ল্যান্ডমাইনের হদিশ দেয় সুহাগ। পুলিশ পরীক্ষা করে দেখে তার খবর ঠিক। এরপর মুজফফ্রপুর থেকে বোম স্কোয়াডের অফিসাররা এসে মাইনগুলি নিষ্ক্রিয় করে।
|
লাতেহারে আটক চার মার্কিন নাগরিক পরে রাঁচিতে মুক্ত |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
মাওবাদী প্রভাবিত ঝাড়খণ্ডের লাতেহারে ভিডিও ক্যামেরা নিয়ে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করার অভিযোগে চার বিদেশি নাগরিককে কাল সন্ধ্যায় আটক করেছে পুলিশ। তাঁরা সকলেই মার্কিন নাগরিক। লাতেহার জেলার পুলিশ সুপার ক্রান্তিকুমার ঘরদেশি জানিয়েছেন, ওই চার বিদেশির সঙ্গে একটি ইংরাজি দৈনিকের সাংবাদিকও ছিলেন। এর আগে ওই সাংবাদিককে নিয়েই ৪ বিদেশি ঝাড়খণ্ডের মাওবাদী প্রভাবিত গঢ়বা এবং পলামুর জঙ্গল এলাকায়ও দু’দিন ঘুরে এসেছেন বলে পুলিশ জানিয়েছে। লাতেহারের পুলিশ সুপার জানান, আটক বিদজেশিদের কাছ বৈধ ট্যুরিস্ট ভিসা রয়েছে। ট্যুরিস্ট ভিসা থাকলেও স্থানীয় পুলিশকে না-জানিয়ে জঙ্গি প্রভাবিত অঞ্চলে ওভাবে ঘোরাঘুরি করা যায় না। পুলিশ সুপার জানান, ভিডিও ক্যামেরা নিয়ে শুধু ঘোরাঘুরিই নয়, লাতেহারে জঙ্গিদের ঘাঁটি, মণ্ডল ড্যাম এলাকার কিছু বাসিন্দাদের সঙ্গে তাদের জীবনযাত্রা নিয়েও কথাবার্তা বলেন তাঁরা। এমনকী স্থানীয় একটি জঙ্গি সংগঠনের নেতার সঙ্গে তাঁরা যোগাযোগেরও চেষ্টা করছিলেন বলে গ্রামবাসীরা পুলিশকে জানিয়েছে। ঘরদেশির কথায়, নিরাপত্তার খাতিরেই চার বিদেশি নাগরিককে বিশেষ প্রহরায় কাল রাতেই রাঁচি পুলিশের হেফাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
কাছ থেকে সন্দেহজনক কিছুই মেলেনি। ওঁদের ভিসা-পাসপোর্টও ঠিক রয়েছে। তাই চারজনকেই ছেড়ে দেওয়া হয়েছে।
|
১০০ দিনের কাজের প্রশংসা আডবাণীর |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
ঘরোয়া রাজনীতিতে যত বিরোধই থাকুক, আন্তর্জাতিক মঞ্চে ঐক্য অবস্থান তুলে ধরার ঐতিহ্যই বজায় রাখলেন লালকৃষ্ণ আডবাণী। আজ রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় সরকারের ‘একশো দিনের কাজ’ প্রকল্পের প্রশংসা করলেন তিনি। রাষ্ট্রপুঞ্জে বক্তব্য রাখতে সম্প্রতি মার্কিন মুলুক পাড়ি দিয়েছেন বিভিন্ন দলের সাংসদরা। ওই দলে রয়েছেন আডবাণীও। নরসিংহ রাওয়ের প্রধানমন্ত্রিত্বে যেমন রাষ্ট্রপুঞ্জে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন অটলবিহারী বাজপেয়ী। ইদানীং একশো দিনের কাজ নিয়ে কংগ্রেস বলে এসেছে, ওই প্রকল্প হওয়ায় গ্রামের মানুষের হাতে অর্থ এসেছে। আজ আডবাণীও বলেন, “সাড়ে পাঁচ কোটি গ্রামবাসী এর সুফল পাচ্ছেন। গ্রামের মানুষের হাতে অর্থ আসায় সামাজিক বৈষম্য দূর হয়েছে। গ্রামীণ পরিকাঠামো উন্নত হয়েছে। সামগ্রিক ভাবে দেশের আর্থিক উন্নতি হয়েছে।” ঘরোয়া রাজনীতির আঙিনায় অবশ্য আডবাণীর এই প্রশস্তি নিয়েও কাটাছেঁড়া শুরু হয়েছে। বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বকে উস্কে দিতে চেয়ে কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরি বলেন, “আডবাণী এ কথা বললে ভাল। এতে বোঝা যাচ্ছে ওঁর দল এবং ওঁর ভাবনা-চিন্তার মধ্যে ফারাক আছে।” বিজেপিরও আশঙ্কা, আডবাণীর এই কথাকে প্রচারে ব্যবহার করতে পারে কংগ্রেস। বিজেপি মুখপাত্র প্রকাশ জাভড়েকর বলেন, “কংগ্রেসের বোঝা উচিত, আডবাণী দলের আগে দেশের নাগরিক। দেশের কোনও নীতির ফলে আম-আদমির উন্নতি হলে বিষয়টি বিশ্ব মঞ্চে তুলে ধরতে বাধা কোথায়! এতে দেশের সার্বিক ভাবমূর্তি উজ্জ্বল হবে।”
|
জমি বিরোধে নিহত মহিলা |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
জমি নিয়ে বিরোধের জেরে কাল সন্ধ্যায় গিরিডিতে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে এক মহিলাকে। পুলিশ জানিয়েছে, নিহত মহিলার নাম সহদি মুর্মু (৪৫)। পুলিশ জানিয়েছে, গিরিডির মনিকাবাদে প্রতিবেশী দু’টি পরিবারের মধ্যে এক খণ্ড জমি নিয়ে অনেকদিন ধরেই বিরোধ চলছিল।
দু’টি পরিবারের মধ্যে আত্মীয়তাও আছে। কাল বিকেল থেকে জমি নিয়ে দু’পক্ষের ঝগড়া শুরু হয়। বাদনুবাদ চলার সময় পাশের বাড়ি থেকে আচমকা কোদাল হাতে বেরিয়ে এসে এক ব্যক্তি ওই মহিলাকে এলোপাথাড়ি কোপায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনা পরই হত্যাকারী গা-ঢাকা দেয়। পুলিশি তল্লাশি চলছে।
|
পিস্তলটি আশার, দাবি পুলিশের |
সংবাদসংস্থা • মুম্বই |
আশা ভোঁসলের হারিয়ে যাওয়া পিস্তল দিয়েই বর্ষা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। গত সোমবার মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হন আশার মেয়ে বর্ষা। পুলিশ সূত্রের খবর, তদন্তের অংশ হিসেবে মুম্বই পুলিশ পেডার রোডের বাড়িতে গিয়ে আশার সঙ্গে কথা বলেন। সেখানেই আশা এই কথা জানান। বর্ষার পায়ে ব্যথা ও ডায়াবেটিস ছিল। বাইরের জগতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে মোবাইলটিও বন্ধ করে রাখতেন বর্ষা।
|
আত্মঘাতী ধর্ষিতা |
সংবাদসংস্থা • ভোপাল |
গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন বছর পঁয়ত্রিশের এক ধর্ষিতা। মৃত্যুর আগে তিনি অভিযোগ করেন, তাঁকে গণধর্ষণ করে চার যুবক। দোষীদের চিহ্নিত করা যায়নি।
|
অভিনেত্রীর মৃত্যু |
সংবাদসংস্থা • বেঙ্গালুরু |
ছোট পর্দার নায়িকা হেমাশ্রী রহস্যজনক ভাবে মারা গেলেন। তাঁর মা জানান, স্বামীর সঙ্গে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন হেমাশ্রী। হাসপাতাল তাঁকে মৃত ঘোষণা করে।
|
ভেলে আগুন |
সংবাদসংস্থা • ভোপাল |
ভেলের তিন নম্বর ব্লকে আগুন লাগল বুধবার। দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। হতাহতের খবর নেই। ট্রান্সফর্মার-এর একটি ইউনিটের ক্ষতি হয়েছে।
|
প্রজাপতি মামলা |
সংবাদসংস্থা • আমদাবাদ |
তুলসী প্রজাপতি হত্যা মামলার ১৫ জন অভিযুক্তকে ৩০ অক্টোবর কোর্টে হাজির থাকার নির্দেশ দিল সিবিআইয়ের বিশেষ আদালত।
|
স্বর্ণমন্দিরে পুজো |
সংবাদসংস্থা • মুম্বই |
অমৃতসরের স্বর্ণমন্দিরে পুজো দিলেন অজয় দেবগণ ও সোনাক্ষি সিন্হা। তাঁদের ছবি ‘সন অফ সর্দার’ মুক্তি পাচ্ছে দীপাবলিতে।
|
লাইনচ্যুত মালগাড়ি |
সংবাদসংস্থা • রায়পুর |
একটি মালগাড়ির দু’টি ইঞ্জিন ও তিনটি কামরা লাইনচ্যুত হল বস্তার জেলায়। মাওবাদীরা লাইন উপড়ে ফেলায় এই ঘটনা ঘটেছে।
|
দলিত স্পিকার |
সংবাদসংস্থা • চেন্নাই |
তামিলনাড়ু বিধানসভায় প্রথম দলিত স্পিকার হলেন এডিএমকে বিধায়ক পি ধনপাল। আগের স্পিকার ইস্তফা দেওয়ায় তিনি এই পদে নির্বাচিত হন।
|
অবশেষে ২০১৩ |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
২০১৩-র শেষে ভারতে আসবে রুশ বিমানবাহী রণতরী অ্যাডমিরাল গর্শকভ। ২০০৪ সালে ভারত রণতরীটির বরাত দিয়েছিল।
|
প্রয়াত শতায়ু সন্ন্যাসী |
প্রয়াত হলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রেসিডেন্ট স্বামী ত্রিদিবানন্দ। বুধবার বিকেলে শহরের এক বেসরকারি হাসপাতালে তাঁর জীবনাবসান হয়। বয়স হয়েছিল ১০০ বছর। সঙ্ঘ সূত্রে খবর, স্বামী ত্রিদিবানন্দ ১৯৩৩ সালে স্বামী প্রণবানন্দের সংস্পর্শে আসেন এবং সন্ন্যাস গ্রহণ করেন। গত আট বছর তিনি সঙ্ঘের প্রেসিডেন্ট ছিলেন।
|
অপহৃত অফিসার |
মেঘালয়ের এক অফিসারকে অপহরণ করল জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে মেঘালয়ের পশ্চিম গারো হিল জেলায়। ওই অফিসারের নাম বিপুল সাহা। তিনি রাজ্য বয়ন বিভাগে কর্মরত। |
|