শহরে প্রথম সেভেন-ডি সিনেমা হল |
ভারতের প্রথম মেট্রো পেয়েছিল কলকাতা, এখানেই চালু হয়েছে ভারতের প্রথম ফোর-জি মোবাইল পরিষেবা। এ বার তিলোত্তমার মুকুটে যোগ হল আরও একটি পালক। রাজারহাটের সিটি সেন্টার ২-এ চালু হল ভারতের প্রথম সেভেন-ডি সিনেমা, ‘প্ল্যানেট ৭ ডি’। এই প্রযুক্তিতে হাই ডেফিনিশন থ্রি ডি-র সঙ্গে যুক্ত হবে আরও সাতটা এফেক্ট জল, বিদ্যুতের চমক, বাতাস, বুদবুদ, ধোঁয়া, তুষার ও গন্ধ। সে জন্যই এই প্রযুক্তির নাম সেভেন-ডি। পর্দায় যখন চলছে গাড়ির ‘চেজিং’, বসার আসনগুলোও দুলবে সেই গতির তালে। সিনেমায় বৃষ্টি হলে আপনার গায়েও এসে পড়বে কয়েক পশলা জল। “তবে ভয় নেই, ভিজবেন না,” আশ্বস্ত করছেন আদিত্য এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের সিইও দীনেশ রাঘানি। শুধু তাই নয়, এই হলে ঘ্রাণেন্দ্রিয়ও অনুভব করবে সিনেমার গন্ধ! ২৪ জন একসঙ্গে উপভোগ করতে পারবেন ১৫ মিনিটের শো। টিকিটের দাম ১২০-২০০ টাকা। “অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরে আছে এই প্রযুক্তি,” বলেন দিলীপ, “তবে সিনেমা ১৫ মিনিটের হলেও, মজা কিন্তু পূর্ণ দৈর্ঘ্যের সিনেমার থেকেও বেশি।”
|
সাতসকালে ফের ছিনতাইয়ের ঘটনা এ শহরে। এ বার দুষ্কৃতীদের শিকার লেক এলাকায় প্রাতর্ভ্রমণে আসা এক মহিলা। পুলিশ জানায়, বুধবার সকাল পৌনে আটটা নাগাদ লেক প্লেসের বাসিন্দা অজিতা রাজাগোপালন নামে এক মহিলা প্রাতর্ভ্রমণ করতে এসেছিলেন। সেই সময় মোটরবাইক চেপে আসা দুই দুষ্কৃতী তাঁর সোনার হার ছিনিয়ে নিয়ে পালায়। লেক থানার পুলিশ তদন্ত শুরু করলেও কারা এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তদন্তকারীরা। ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে, ছিনতাইবাজদের মুখ হেলমেটে ঢাকা ছিল। সেপ্টেম্বরের শেষ দিকে সাতসকালে কলকাতায় পরপর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। প্রথমটি হয় যাদবপুর এলাকায় এক বৃদ্ধার হার ছিনতাই হয়। পরের দিন মিনিট পনেরোর ব্যবধানে ঢাকুরিয়া ও সার্ভে পার্ক এলাকায় দুই মহিলার হার ছিনতাই করে দুষ্কৃতীরা। এর মধ্যে যাদবপুরে ও ঢাকুরিয়ায় বাধা পেলে গুলিও ছোড়ে ছিনতাইবাজেরা। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ এখনও সেই দুষ্কৃতীদের ধরতে পারেনি। তদন্তকারীদের দাবি, এই ঘটনাগুলির সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি ছিনতাইবাজদের চক্র এই ঘটনাগুলির সঙ্গে জড়িত।
|
উড়ালপুলের খরচ বাড়ল ২০০ কোটি |
পরমা আইল্যান্ড থেকে পার্ক সার্কাস সাত মাথার মোড় পর্যন্ত উড়ালপুলের খরচ ধরা হয়েছিল ১৭৫ কোটি টাকা। তা ৩৭৫ কোটি টাকায় পৌঁছেছে। অর্থাৎ খরচ বেড়েছে প্রায় ২০০ কোটি টাকা। সেই সঙ্গে চার নম্বর সেতুর কোনও পরিবর্তন না-করে তার উপর দিয়ে পোর্টাল সেতু করতে হচ্ছে। শুধু ওই অংশের জন্য অতিরিক্ত ৭২ কোটি টাকা খরচ হবে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বুধবার জানান, এই বাড়তি টাকার পুরোটাই জোগাতে হবে রাজ্যের কোষাগার থেকে। যদিও ওই সেতুটি মূলত জওহরলাল নেহরু আর্বান রিনিউয়াল মিশন প্রকল্পের টাকায় গড়ার কথা। মন্ত্রীর অভিযোগ, মূল সেতুর নকশা করার সময় বিগত সরকারের কয়েকটি ভুল এবং কাজে বিলম্বের ফলে সেতু নির্মাণের খরচ প্রায় ২০০ কোটি টাকা বেড়ে গেল। চার নম্বর সেতুর তলা দিয়ে গিয়েছে কলকাতার মূল নিকাশি নালা। আছে পানীয় জল সরবরাহের পাইপও। এ-সব বিবেচনা না-করেই নকশা বানিয়ে ফেলায় সমস্যা হচ্ছে বলে অভিযোগ মন্ত্রীর। সেই নকশা বদলাতে হচ্ছে। সব বাধা কাটিয়ে শহরের দীর্ঘতম সেতুটি এক বছরের মধ্যে চালু করা যাবে বলে মন্ত্রীর আশা। মূল প্রকল্পে তা চালু হওয়ার কথা ছিল গত অগস্টে।
|
বে-লাগাম বাস রুখে প্রাণ বাঁচাল কদমগাছ |
ফল দিয়ে বা ছায়া দিয়ে নয়। গাছ এ বার বুক পেতে দিয়ে একাধিক প্রাণ বাঁচাল। বুধবার সকাল ১০টা নাগাট ৩সি রুটের একটি বাস আনন্দপুর থেকে গড়িয়াহাটের দিকে আসছিল। যাত্রীদের অধিকাংশই স্কুলপড়ুয়া। আনন্দপুর রোডে কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের পাশে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথের একটি কদমগাছে ধাক্কা মারে। জখম হন যাত্রীরা। বাসচালক গ্রেফতার হয়েছে। গাছের কৃতিত্ব কোথায়? ওই গাছ থেকে ফুট পাঁচেক দূরেই ফুটপাথে সারি সারি দোকান। ঠান্ডা পানীয়ের দোকানদার রিয়া সরকার বলেন, “দোকানে বসে ছিলাম। হঠাৎই দেখলাম, বাসটি এসে সজোরে ধাক্কা মারল গাছে। গাছটা না-থাকলে বাসটি সোজা ফুটপাথে উঠে আসত। সে-ক্ষেত্রে শুধু আমি নই, আরও কয়েকটি দোকানের ক্রেতা-বিক্রেতা জখম হতেন।” পুলিশ জানায়, আহতদের হাসপাতালে নিয়ে যান স্থানীয় ব্যবসায়ীরাই। ওই হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৈনাক চট্টোপাধ্যায় বলেন, “আনা হয়েছিল ২৭ জনকে। অধিকাংশই ছাত্রছাত্রী। প্রাথমিক চিকিৎসার পরে ১৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদের অবস্থা স্থিতিশীল।”
|
ছাত্র-অবস্থান প্রেসিডেন্সিতে |
চিপ ক্যান্টিন চেয়ে ক্যাম্পাসে ‘বারিস্তা’র সামনে অবস্থান করছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক দল পড়ুয়া। উপাচার্য বলেন, “দোকানের তরফে জানানো হয়েছে,অবস্থান চলায় দোকানে ঢোকা যাচ্ছে না।”
|
সিটি কলেজে বুধবার বিকেলে দু’দল ছাত্রের মধ্যে সংঘর্ষ বাধে। এক ছাত্রের হাতে কয়েকটি সেলাই পড়েছে। তিনি চার ছাত্রের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
|
সিনেমায় নামানোর টোপ দিয়ে অফিসে ডেকে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল চারু মার্কেট এলাকায়। নারায়ণ ভৌমিক নামে অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার হয়েছে।
|
প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে গিয়ে হৃদরোগে মৃত্যু হল বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানবিদ্যা বিভাগের ছাত্র দেবাশিস সোরেনের (২১)। বুধবার পরীক্ষাগারে পড়ে যান তিনি। |